scorecardresearch
 

Mohammedan SC: ট্রান্সফার উইন্ডোতে চমক মহমেডানের, সই করলেন নাইজেরিয়ান স্ট্রাইকার

দাউদা ইউরোপে প্রচুর ম্যাচ খেলেছেন। গ্রিস সুপার লিগ, তুরস্কের সুপার লিগ, স্কটিশ প্রিমিয়ার লিগ, সার্বিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। রেড স্টার বেলগ্রেডের হয়েও খেলেছেন তিনি।

Advertisement
আবিওলা দাউদা আবিওলা দাউদা

গত মরশুমে আই লিগ অল্পের জন্য হাতছাড়া হয়েছিল। তবে এবার ট্রান্সফার উইন্ডোতে দারুণ চমক দিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালো ব্রিগেড সই করাল নাইজেরীয় স্ট্রাইকার আবিওলা দাউদাকে। এটিকে মোহনবাগানের সঙ্গেই পাল্লা দিচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ইস্টবেঙ্গল এখনও ইমামির সঙ্গে চুক্তি সই করেনি। ফলে ফুটবলার সই করাতে পারেনি তারা। 

দাউদা ইউরোপে প্রচুর ম্যাচ খেলেছেন। গ্রিস সুপার লিগ, তুরস্কের সুপার লিগ, স্কটিশ প্রিমিয়ার লিগ, সার্বিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। রেড স্টার বেলগ্রেডের হয়েও খেলেছেন তিনি।

যদিও নাইজেরিয়ার জাতীয় দলে খেলার সৌভাগ্য হয়নি দাউদার। ৩৪ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে কত বছরের চুক্তি করেছে মহামেডান তা জানা না গেলেও সূত্রের খবর ২০২৩-২৪ মরশুমের শেষ অবধি দাউদার সঙ্গে চুক্তি করেছে মহামেডান। সামনের মাসেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। কলকাতা লিগেও খেলবে তারা। তারপর আই লিগ। এই তিন টুর্নামেন্টেই ভাল খেলতে চায় মহমেডান। 

আই লিগ জেতার পরে আইএসএল-এ খেলতে চায় মহমেডান। ২০২২-২৩ মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চেইজি ফি না দিয়েই আইএসএল-এ খেলতে পারবে যে কোনও দল। এমন গাইডলাইনই দিয়েছে এএফসি। সব মিলিয়ে মরশুমের শুরু থেকেই সাফল্য পাওয়ার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে মহমেডান। বাঙ্কারহিলের সঙ্গে মহমেডানের চুক্তি হওয়ার পর থেকেই ভাল দল গড়ছে তারা। তবে এখনও সর্বভারতীয় ক্ষেত্রে খুব বড় সাফল্য পায়নি তারা। তবে এবার সেই খরা জাটাতে চাইছে সাদা-কালো শিবির।                 

Advertisement

Advertisement