শনিবার আইএসএল-এর (ISL) প্রথম পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting) বিরুদ্ধে প্রায় ৬০ মিনিট ৯ জনে খেলেও তাদের আটকে দিয়েছে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) দল। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। বিস্ফোরক লাল-হলুদ শীর্ষ কর্তা। তাঁর ধারণা, ইস্টবেঙ্গল ক্লাবকে সুপার সিক্সে যেতে না দেওয়ার জন্য চক্রান্ত চলছে।
মহমেডান ম্যাচ দেখে বেরনোর পর দেবব্রত সরকার বলেন, 'আমার ধারণা ইস্টবেঙ্গল ক্লাবকে সুপার সিক্সে যেতে না দেওয়ার জন্য চক্রান্ত চলছে। যতগুলো ম্যাচে আমরা মিস করেছি, প্রতিটা ম্যাচেই বঞ্চিত হয়েছি। এএফসি কাপেই তার প্রমাণ। রেফারির সিদ্ধান্ত সঠিক হলে, দল ভাল খেলে।'
এক্ষেত্রে দলের প্রত্যেকে পেনাল্টির আবেদন করলেও নির্দ্বিধায় সেটি নাকচ করে দেন ম্যাচ রেফারি হরিশ কুণ্ডু। যা রীতিমত চমকে দেয় সকলকে। ম্যাচ শেষে তাঁর এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই ক্ষোভ উগড়ে দেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এটা রেফারির জয়। রেফারি, ম্যাচ কমিশনার এদের কৃতিত্ব রয়েছে।' এদিনের ম্যাচে পরপর দুই ফুটবলার নন্দাকুমার ও মহেশ নাওরেম সিং-এর লাল কার্ড দেখা নিয়েও বিতর্ক কম হয়নি। যদিও, ইস্টবেঙ্গল সমর্থকরা বেশি সরব ডিমানটাকোসের পেনাল্টি না দেওয়া নিয়ে।
মহমেডানের বিরুদ্ধে যে লড়াই চালিয়ে দল ১ পয়েন্ট তুলে নিয়েছে তাকে কুর্নিশ করেছেন কোচ অস্কার ব্রুজো। তবে নন্দাকুমার ও মহেশকে সতর্ক হতে হবে বলেই মত তাঁর। পাশাপাশি দলের পক্ষ থেকে তাঁদের শাস্তিও দেওয়া হতে পারে। এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন। রেফারির সিদ্ধান্তেও যে তিনি খুব বেশি খুশি নন তা হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন।
রেফারির সিদ্ধান্ত নিয়ে এর আগেও সরব হয়েছে ইস্টবেঙ্গল। প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত এ বিষয় মন্তব্য করে শাস্তিও পেয়েছেন। তাই সাবধানে পা ফেলতে চান অস্কার। নিজের দলেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর তিনি।