সন্ন্যাসিনীদের (Nun) পায়ে ফুটবল। বিরাট গতিতে ছুটছেন তাঁরা। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বল দখলের লড়াইয়ে শামিল চার সন্ন্যাসিনী। ভাইরাল হল এই ভিডিও (Viral Video)। যেখানে দেখা যাচ্ছে চার সন্ন্যাসিনী ফুটবলের দখল নিতে লড়াই করছেন। নেটিজেনদের বক্তব্য, এই ভিডিও মন ভাল করে দেয়। সন্ন্যাসীদের পরনে রয়েছে তাদের বিশেষ পোশাক। সেই পোশাক পরে খেলতে এতটুকুও অসুবিধা হচ্ছে না তাঁদের। বরং গোটা মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন তাঁরা।
ভিডিওটি ইতালির আইজি ইতালিয়া (IG Italia) ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে কিছুক্ষণের মধ্যে তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ২৪ ঘন্টার মধ্যেই ৩০ লক্ষ ভিউয়ার এই ভিডিও দেখে ফেলেছেন। পাশের কোন বিল্ডিং থেকে তোলা হয়েছে এই ভিডিও। সন্ন্যাসিনীদের খেলা দেখে মনে হচ্ছে তাঁরাও নিয়মিত ফুটবলের চর্চা করেন। মাঠ ছোট হলেও উৎসাহ-উদ্দীপনায় এতোটুকু কমতি নেই। ইতালিতে ফুটবল সবসময়ই বেশ জনপ্রিয়। ইতিমধ্যেই সে দেশের বিভিন্ন ধরনের ফুটবল দল তৈরি হয়েছে।
আরও পড়ুন: ঋদ্ধিকে শোকজের পথে BCCI, কী শাস্তি হতে পারে?
আরও পড়ুন: খারাপ ফিল্ডিং, তাই জিতেও খুশি নন রোহিত
একটা সময় যে সমস্ত মায়েরা বিভিন্ন সময় হিংসার শিকার হয়েছেন তাঁদের নিয়ে একটি দল তৈরি করা হয়েছিল। সন্ন্যাসিনীদের সঙ্গে একটি ফুটবল ম্যাচ খেলেন তাঁরা। ম্যাচের নাম দেওয়া হয়েছিল 'এ বল এ স্মাইল'। ইতালির মহিলা ফুটবল দলের সাফল্য দেখে সন্ন্যাসীদের একটি ফুটবল দল গড়ার অনুমতি দিয়েছিলেন স্বয়ং পোপ। তারপরেই উৎসাহী সন্ন্যাসীদের নিয়ে তৈরি হয় দল। তাঁদের দলের নাম 'সিস্টার ফুটবল টিম'। গত বছর জুন মাসে এই দল তৈরি হয়েছে। এর আগে পুরোহিতদের নিয়েও দল তৈরি হয়েছিল ইতালিতে। অনেকদিনের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে শেষ পর্যন্ত। মহিলা জাতীয় দলের মত করেই এই দল গঠন করা হয়েছে।