Odafa Okolie: শট তো নয়, 'আগুনের গোলা' ছিল! ওডাফাকে মনে আছে?

ওডাফা ওকোলিকে (Odafa Okolie)  মনে আছে? ২০০২ সালে মাত্র ১৮ বছর বয়সে কলকাতায় খেলতে এসেছিলেন এই আফ্রিকান ফুটবলার। অভিষেক মহমেডান স্পোর্টিং-এ (Mohamedan Sporting) হলেও, মোহনবাগানে (Mohun Bagan) এসে নিজেকে মেলে ধরেন। একের পর এক গোল। তাঁর জোরাল শট যতবার বিপক্ষের জাল কাঁপিয়েছে, ততই মোহন জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই বিদেশি। এই আইএসএল-এর (ISL) যুগেও তাই তাঁকে ভুলতে পারেন না মোহনবাগান জনতা (mohun Bagan Fans)। 

Advertisement
শট তো নয়, 'আগুনের গোলা' ছিল! ওডাফাকে মনে আছে?Odafe Onyeka Okolie

ওডাফা ওকোলিকে (Odafa Okolie)  মনে আছে? ২০০২ সালে মাত্র ১৮ বছর বয়সে কলকাতায় খেলতে এসেছিলেন এই আফ্রিকান ফুটবলার। অভিষেক মহমেডান স্পোর্টিং-এ (Mohamedan Sporting) হলেও, মোহনবাগানে (Mohun Bagan) এসে নিজেকে মেলে ধরেন। একের পর এক গোল। তাঁর জোরাল শট যতবার বিপক্ষের জাল কাঁপিয়েছে, ততই মোহন জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই বিদেশি। এই আইএসএল-এর (ISL) যুগেও তাই তাঁকে ভুলতে পারেন না মোহনবাগান জনতা (mohun Bagan Fans)। 

২০০২ সালে কলকাতায় আসেন ওডাফা
২০০২ সালে এই নাইজেরিয়ান ফুটবলার নিজের কেরিয়ার শুরু করেছিলেন। পিয়ারলেস এসসি এবং মহমেডানের ডিফেন্ডার হিসেবে কলকাতা ফুটবলে যাত্রা শুরু করেছিলেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে তিনি একেবারেই নজর কাড়তে পারেননি। তবে ভারতীয় ফুটবল ক্লাব মহমেডানের হয়ে আস্তে আস্তে জাত চেনাতে শুরু করেন। পাশাপাশি বাংলাদেশের ফুটবল ক্লাব মুক্তিযোদ্ধা এসকেসি'র হয়েও তিনি ২৮ ম্যাচে মোট ৩৪ গোল করেছিলেন। 

দেখুন ওডাফার গোলের ভিডিও


চার্চিল ব্রাদার্সে চলে যান এই স্ট্রাইকার
২০০৫ সালে ওডাফা আবারও ভারতে ফিরে আসেন এবং স্ট্রাইকার হিসেবে তিনি চার্চিল ব্রাদার্সে যোগ দেন। এই ক্লাবের হয়ে ২০০৫-০৬ মরসুমে তিনি জাতীয় ফুটবল লিগের সেকেন্ড ডিভিশনও খেলেন। করেন ৪ গোল। তাঁর এই পারফরম্যান্সের দৌলতেই চার্চিল জাতীয় ফুটবল লিগে উঠে আসে। ২০০৬-০৭ মরসুমে জাতীয় ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেন। ১৮ গোল করার পাশাপাশি এই লিগে সর্বাধিক গোলদাতাও হয়েছিলেন তিনি। এরপর আই লিগে টানা দুটো মরশুমে ওডাফা সর্বাধিক গোলদাতার তকমা পেয়েছিলেন। ২০০৮-০৯ মরসুমে তিনি এই খেতাবও জয় করেন। এই ক্লাবের হয়ে তিনি টপ ডিভিশন লিগে মোট ১১৩টি গোল করেছিলেন।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে উল্লাস ওডাফার
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে উল্লাস ওডাফার

২০১৪ সালের ১৩ মে তিনি আবারও চার্চিল ব্রাদার্সে যোগ দেন। তবে ২০১৫ সালের মার্চ মাসে চার্চিল ব্রাদার্স থেকে লোনে স্পোর্টিং গোয়ায় যোগ দিয়েছিলেন। কারণ আই লিগ থেকে চার্চিল ছিটকে গিয়েছিল। এরপর সাদার্ন সমিতিতে একটা বছর ফুটবল খেলেন তিনি। ২০১৮ সালের জানুয়ারি মাসে ওডাফা আই লিগ ক্লাব গোকুলাম কেরালায় যোগ দিয়েছিলেন। 

Advertisement

এখন কী করেন ওডাফা?

২০২০ সালের ৬ জুলাই ফুটবল থেকে অবসর গ্রহণ করেন ওডাফা। আপাতত তিনি নাইজেরিয়ায় নিজের পরিবারের সঙ্গেই রয়েছেন।    

POST A COMMENT
Advertisement