scorecardresearch
 

World Athletics Championships 2022: গড়লেন নতুন ইতিহাস, অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের

Neeraj Chopra, World Athletics Championships: অলিম্পিক জয়ী 'গোল্ডেন বয়' জ্যাভলিন থ্রো খেলোয়াড় নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস রচনা করলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপোর পদক জয় করলেন। 

Advertisement
নীরজ চোপড়া (Getty) নীরজ চোপড়া (Getty)
হাইলাইটস
  • জ্যাভলিন থ্রো খেলোয়াড় নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস রচনা করলেন
  • চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপোর পদক জয় করলেন
  • গত ২২ জুলাই, ফাইনালে ওঠার দৌড়ে প্রথম থ্রোয়েই বাজিমাত করেন নীরজ

Neeraj Chopra, World Athletics Championships: অলিম্পিক জয়ী 'গোল্ডেন বয়' জ্যাভলিন থ্রো খেলোয়াড় নীরজ চোপড়া (Neeraj Chopra) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships 2022) ইতিহাস রচনা করলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপোর পদক জয় করলেন। 

অ্যান্ডারসনের মুখোমুখি হয়েছিলেন নীরজ

বিশ্বের এক নম্বর জ্যাভলিন খেলোয়াড় অ্যান্ডারসন বাছাই পর্বে ৮৯.৯১ মিটার দূর থেকে জ্যাভলিন ছুড়ে ফাইনালে পৌঁছেছিলেন। প্রায় ৯০ মিটারের কাছাকাছি ছিলেন তিনি। অন্যদিকে, বাছাই পর্বে ৮৮.৩৯ মিটার জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান অর্জন করেন নীরজ। ফাইনালে স্বর্ণ পদক আনতে হলে তাঁকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যান্ডারসনকে হারাতে হত। ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়তে হত তাঁকে, যা অল্পের জন্য হাতছাড়া হয়।

অ্যান্ডারসনের রেকর্ড

অ্যান্ডারসন পিটার্সকে এ বছর সেরা ফর্মে দেখা গেছে। নীরজ এবং অ্যান্ডারসন সম্প্রতি অনুষ্ঠিত স্টকহোম ডায়মন্ড লিগেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ৯০.৩১ মিটার থ্রো করে সোনা জিতে নেন অ্যান্ডারসন। সেখানে নীরজ চোপড়া ৮৯.৯৪ মিটার ছুড়ে একটি জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন। সেখানেও রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।

গত ২২ জুলাই, ফাইনালে ওঠার দৌড়ে প্রথম থ্রোয়েই বাজিমাত করেন নীরজ। এক থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফেলেন নীরজ। সঙ্গে পাকা করে নেন ফাইনালে খেলার যোগ্যতা।

উল্লেখ্য, ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক এল ভারতের কাছে। ২০০৩ সালে লং জাম্পে অঞ্জু ববি জর্জের ব্রোঞ্জ জয়ের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জিতল ভারত।

রবিবার, আরও একবার দেশকে গৌরবান্বিত করে রুপো আনলেন দেশের মাটিতে। তাঁর জয়ে উচ্ছ্বসিত দেশবাসী।

Advertisement
Advertisement