scorecardresearch
 

India vs Pakistan Asia Cup 2023: 'যথেষ্ট শক্তিশালী,' পাক বোলারদের নিয়ে সতর্ক করছেন অশ্বিন

শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে নেপালকে সহজেই হারিয়ে চাঙ্গা পাকিস্তান। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে রোহিত শর্মাদের সর্তক করলেন দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। এশিয়া কাপের দলে সুযোগ না পেলেও রোহিত-বিরাটদের পরামর্শ দিলেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। 

Advertisement
ভারত বনাম পাকিস্তান ভারত বনাম পাকিস্তান

শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে নেপালকে সহজেই হারিয়ে চাঙ্গা পাকিস্তান। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে রোহিত শর্মাদের সর্তক করলেন দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। এশিয়া কাপের দলে সুযোগ না পেলেও রোহিত-বিরাটদের পরামর্শ দিলেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। 


ভারতীয় স্পিনারের মতে, পাকিস্তানের ক্রিকেটারেরা যে ছন্দে রয়েছেন তাতে তাঁদের হারানো সহজ হবে না। তারজন্য রোহিত-বিরাটকে সেরা ক্রিকেট খেলতে হবে। এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘পাকিস্তান এখন খুব ভালো দল। ওদের হারানো সহজ হবে না। যদি বাবর আজম ও মহম্মদ রিজওয়ান নিজেদের ছন্দে খেলে তাহলে পাকিস্তান যে কোনও দলকে হারাতে পারে। এশিয়া কাপে তাই রোহিতদের নিজের সেরা খেলাটা খেলতে হবে।‘ পাকিস্তানের পেস আক্রমণই মূলত চিন্তায় রাখছে অশ্বিনকে। শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হ্যারিস রাউফরা ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে বিপদজনক হয়ে উঠতে পারেন।   

অশ্বিন বলেন, ‘পাকিস্তানের পেস আক্রমণও বেশ ভয়ঙ্কর। বছরের পর বছর ধরে ভালো পেসার উঠে আসে পাকিস্তানে। গতির পাশাপাশি পেসারদের বলে বৈচিত্রও আছে ওদের। তাই ভারতের ব্যাটারদের সতর্ক থাকতে হবে। ভারতের ইনিংসের শুরুটা কঠিন হবে। মাঝে একটা সময় পাকিস্তানের ফর্ম খারাপ ছিল। কিন্তু এখন বিশ্বের অনেক টি-২০ লিগে পাকিস্তানের ক্রিকেটারেরা খেলে। পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও ওরা খেলে। তাই অভিজ্ঞতাও বেড়েছে ওদের। সেটা কাজে লাগিয়েই ওরা এখন বিশ্বের এক নম্বর দল।‘

আরও পড়ুন


এবারের এশিয়া কাপে তিনবার একে অপরের মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। সব ঠিকঠাক থাকলে সুপার ফোরে ম্যাচ হতে পারে দুই দলের। এরপর ফাইনালেও বাবর আজমদের সামনে পড়তে পারেন রোহিত শর্মারা। এশিয়া কাপের প্রথম ম্যাচের আগেই তাই অশ্বিনের সতর্কবার্তা গুরুত্বপূর্ণ হতে পারে ভারতীয় দলের জন্য। ইতিমধ্যেই ১৭ জনের দল ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। সেখানে নেই অশ্বিন। 
 

Advertisement

Advertisement