'পিচে কি আগুন আছে?' নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে না চাওয়া নিয়ে PCB-কে তুলোধোনা আফ্রিদির

চলতি বছরই ভারতের মাটিতে বিশ্বকাপের আসর। সেই মত আইসিসি-সহ প্রত্যেেকটি দেশকে খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। সেই সূচি অনুযায়ী আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। 

Advertisement
'পিচে কি আগুন আছে?' আহমেদাবাদে খেলতে না চাওয়া নিয়ে PCB-কে তুলোধোনা আফ্রিদির  শাহিদ আফ্রিদি
হাইলাইটস
  • pcb-র বিরুদ্ধে বিস্ফোরক আফ্রিদি
  • ভারত-পাক ম্যাচ কোথায়?

চলতি বছরই ভারতের মাটিতে বিশ্বকাপের আসর। সেই মত আইসিসি-সহ প্রত্যেেকটি দেশকে খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। সেই সূচি অনুযায়ী আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। 


আর এই সূচি নিয়ে বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা আহমেদাবাদে খেলতে চায় না। আর এবার এই নিয়ে বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। আহমেদাবাদে না খেলার বিষয় নিয়েই পাক বোর্ডকে তুলোধনা করলেন প্রাক্তন এই পাক ক্রিকেটার। এই নিয়ে আফ্রিদি বলেন,’কেন আহমেদাবাদের পিচে খেলতে চাইছে না পাকিস্তান? ওই পিচ থেকে আগুন বেরোয়, না কি পিচটাই ভূতুড়ে? ওখানকার পিচে গিয়ে খেলো এবং ম্যাচটা জেতো। যদি তোমাদের সামনে কঠিন কোনও বাধা থাকে, তা হলে সেগুলো পেরিয়ে ভারতে গিয়ে ভাল ব্যবধানে ম্যাচটা জেতো। দিনের শেষে পাকিস্তানের জয়টাই আসল ব্যাপার।" 

এখানেই না থেমে আফ্রিদি আরও বলেন, ‘পাকিস্তানের আসল লক্ষ্য হল ভারতের বিরুদ্ধে ম্যাচ। ইতিবাচক মানসিকতা থাকা দরকার। যদি আহমেদাবাদে ভারতের খেলতে কোনও অসুবিধা না থাকে, তা হলে পাকিস্তানেরও থাকা উচিত নয়। যাও, গিয়ে ভারতীয় দর্শকে ঠাসা মাঠে ওদেরই হারিয়ে দেখাও। তা হলেই নিজেদের আসল শক্তি বোঝানো যাবে।‘
শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা নাজিম শেঠি জানিয়ে দিলেন, ভারতের মাটিতে বাবর আজমরা (Babar Azam) বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে যাবেন কিনা তা নির্ভর করছে পাকিস্তান (Pakistan) সরকারের সিদ্ধান্তের ওপর। নাজম শেঠীর কথায় পরিষ্কার যে, বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে আসবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এশিয়া কাপের সূচি ঘোষণার আগে পিসিবি কিন্তু এমন কথা বলেনি। বরং দিনকয়েক আগে থেকেই শোনা যাচ্ছিল, হাইব্রিড মডেলে এশিয়া কাপ হলে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে পাকিস্তান।এশিয়া কাপ হাইব্রিড মডেলে হচ্ছে তা নিশ্চিত হওয়ার পরেই পাল্টি খেল পিসিবি। 
ভারতে হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপের সূচি চূড়ান্ত করার আগে অংশ নেওয়া সমস্ত দেশকেই খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে আইসিসি। তার উত্তরে পিসিবি জানিয়েছে, বিশ্বকাপের সূচির ব্যাপারে এখনই তারা সম্মতি দিতে পারবে না। পাক সরকারের অনুমতির উপর সবটা নির্ভর করছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement