Pakistan Cricket Board: T20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়, বাবরদের বড় শাস্তি দিল পাক বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) পাকিস্তান (Pakistan Cricket Team) দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। বাবর আজমরা (Babar Azam) সুপার ৮-এ জায়গা করে নিতে পারেনি। সুপার ওভারে আমেরিকার কাছে হারের পোর ভারতের কাছেও হেরে যায় পাকিস্তান দল। কানাডাকে ৭ উইকেটে হারালেও। শুক্রবার পাকিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচটি ভেস্তে যায় পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়। দলের বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। খেলোয়াড়দের বেতন কমাতে পারে পিসিবি। 

Advertisement
T20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়, বাবরদের বড় শাস্তি দিল পাক বোর্ডbabar azam and mohammed rizwan

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) পাকিস্তান (Pakistan Cricket Team) দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। বাবর আজমরা (Babar Azam) সুপার ৮-এ জায়গা করে নিতে পারেনি। সুপার ওভারে আমেরিকার কাছে হারের পোর ভারতের কাছেও হেরে যায় পাকিস্তান দল। কানাডাকে ৭ উইকেটে হারালেও। শুক্রবার পাকিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচটি ভেস্তে যায় পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়। দলের বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। খেলোয়াড়দের বেতন কমাতে পারে পিসিবি। 

টাকা কাটা যাবে বাবরদের

পাকিস্তান বোর্ডের নির্ভরযোগ্য সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে যে কয়েকজন কর্মকর্তা এবং প্রাক্তন খেলোয়াড় পিসিবি চেয়ারম্যান মহসিন নকডিকে পাক দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন।

পাক ক্রিকেটে ডামাডোল

শাহীন শাহ আফ্রিদি অধিনায়কত্ব হারানোর পর বাবরকে ক্যাপ্টেন করে পাকিস্তান। এই সিদ্ধান্তের পরেই মহম্মদ রিজওয়ান তাঁর নাম অধিনায়কত্বের জন্য বিবেচনা না করায় অসন্তুষ্ট হয়ে পড়েন। সূত্রের জানা গিয়েছে, টিমে তিনটি গ্রুপ রয়েছে। একটি শিবিরের নেতৃত্বে রয়েছেন বাবর আজম, অন্য শিবিরের নেতৃত্ব দিচ্ছেন শাহীন এবং তৃতীয় শিবিরের নেতৃত্ব দিচ্ছেন রিজওয়ান। এসবের মধ্যে মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের মতো সিনিয়র খেলোয়াড়রা দলে ফিরে আসায় দলের অবস্থা আরও খারাপ হয়েছে।

পাকিস্তানি খেলোয়াড়রা কত বেতন পান?
বাবর আজম, শাহীন আফ্রিদি এবং মহম্মদ রিজওয়ান পিসিবির কেন্দ্রীয় চুক্তির গ্রেড-এ-তে রয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাদের প্রত্যেকের মাসিক বেতন ১৩ লক্ষ ৫৩ হাজার টাকা। গ্রেড-বি-তে থাকা শাদাব খান, ফখর জামান, হারিস রউফ এবং নাসিম শাহের মতো খেলোয়াড়রা প্রতি মাসে প্রায় ৮ লাখ টাকা আয় করেন। C এবং D গ্রেডের খেলোয়াড়দের মাসিক বেতন ২ লক্ষ ২৫ হাজার থেকে চার লক্ষ ৫ হাজার টাকা পর্যন্ত। ইমাদ ওয়াসিমকে সি গ্রেডে রাখা হয়েছে এবং ইফতিখার আহমেদ, হাসান আলীও স্যাম আইয়ুবকে ডি গ্রেডে রাখা হয়েছে। এ ছাড়া খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য নির্ধারিত ম্যাচ ফি পান।

Advertisement

T20 বিশ্বকাপ 2024-এ পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ আমির, মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, স্যাম আইয়ুব, শাদাব খান,  শাহীন শাহ আফ্রিদি, উসমান খান।

POST A COMMENT
Advertisement