টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand)। সকলের চোখ থাকবে এই ম্যাচের দিকেই। সুপার-১২-এ বেশ কষ্ট করেই সেমিফাইনালে উঠতে হয়েছে পাকিস্তান দলকে। অন্যদিকে দারুণ ছন্দে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ভারতের সমর্থকরাও এই ম্যাচের দিকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন। কারণ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলেই ফাইনালে চলে যবে টিম ইন্ডিয়া (Team India)। আজকের ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধেই ফাইনালে মুখোমুখি হবে ভারত। তাই প্রতিপক্ষকে দেখে নেওয়ার সুযোগ থাকছে ভারতীয় দলের সামনে।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে কারা শক্তিশালী?
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুরুটা বেশ ভাল ছিল, কিন্তু পাকিস্তান সুপার-১২-এর শেষটা দারুণভাবে করেছে। পাকিস্তান এই টুর্নামেন্টে ৫টি ম্যাচ খেলে ২টিতে হেরেছে এবং ৩টিতে জিতেছে। বাবর আজমরা তাঁদের শেষ তিনটি ম্যাচে নেদারল্যান্ড,দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়েছে।
পাশাপাশি,নিউজিল্যান্ড ৩টি ম্যাচ জিতেছে, একটিতে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। শেষ তিন ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ২টিতে। নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ৬৫ রানে এবং আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে দিয়েছে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে তারা ২০ রানে হেরে গিয়েছে।
দুই দলের রেকর্ড
আইসিসি-র কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে এখনও একবারও পাকিস্তানকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। দুই দলই আইসিসি ইভেন্টের সেমিফাইনাল ম্যাচে তিনবার মুখোমুখি হয়েছে এবং তিনবারই পাকিস্তান জিতেছে। ১৯৯২, ১৯৯৯ ও ২০০৭ সালে তিনবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রত্যেকবার ম্যাচ জিতেছে পাকিস্তান।
আরও পড়ুন: শ্বশুর আফ্রিদির পথেই জামাই, ভারতের তেরঙা যখন তুলে নিলেন শাহিন
পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি ছিল বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) ওপেনিং জুটি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ব্যাটারই ব্যর্থ হয়েছেন। তবে, এখনও এই দুই ওপেনারের দিকেই নজর থাকবে। কারণ বড় খেলোয়াড়রা যে কোনও সময় বড় মঞ্চকেই বেছে নেন। এ ছাড়াও বল হাতে হারিস রউফ, শাদাব খান এবং ইফতিখার আহমেদের মতো নাম রয়েছে পাকিস্তান দলে। দলে আছেন শাহিন শাহ আফ্রিদিও
অন্যদিকে, নিউজিল্যান্ড দলের সবচেয়ে বড় খেলোয়াড় হলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, তবে তিনিও এই বিশ্বকাপে ফর্মে নেই। এই বিশ্বকাপে এখন পর্যন্ত কেন ১৩২ রান করেছেন। যদিও গ্লেন ফিলিপস ভাল ছন্দে আছেন। একটি সেঞ্চুরি সহ ৪ ম্যাচে মোট ১৯২ রান করেছেন। এই দুই খেলোয়াড় ছাড়াও বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির মতো খেলোয়াড়দের কাছ থেকে নিউজিল্যান্ডের প্রত্যাশা থাকবে।
কাদের জয়ের জন্য প্রার্থনা করবেন ভারতীয় ভক্তরা?
বুধবার পাকিস্তান-নিউজিল্যান্ডের দল মুখোমুখি হবে, বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ডের ম্যাচ রয়েছে। এই দুই দলের তুলনা করলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি ইভেন্টে ভারতের রেকর্ড ভালো নয়। এখানে প্রতিবারই টিম ইন্ডিয়া হারে। নিউজিল্যান্ড ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছে।
অন্যদিকে বিশ্বকাপে ভারতের কাছে প্রায়ই হেরে যাচ্ছে পাকিস্তান। ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদে, তবে বিশ্বকাপের অন্য সব ম্যাচে ভারত, পাকিস্তানকে হারিয়েছে। টিম ইন্ডিয়ার ভক্তরা চাইবেন যে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধেই মাঠে নামুন রোহিতরা।