scorecardresearch
 

Asia Cup 2022: অসুস্থ হয়েও মাঠে রিচা, তবু পাকিস্তানের কাছে হার হরমনপ্রীতদের

শুরুতে ব্যাট করতে নেমে ভারতের সামনে ১৩৮ রানের লক্ষ্য রাখে পাকিস্তান। তবে ১৯ ওভার চার বলে ১২৪ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল এর আগে তিনটি ম্যাচ জিতেছিল। 

Advertisement
দারুণ পারফর্ম করেন নিধা ধর দারুণ পারফর্ম করেন নিধা ধর
হাইলাইটস
  • ১২ রানে হারল ভারতের মেয়েরা
  • পাকিস্তানের বিরুদ্ধে হার

ভারতের বিজয়রথ থামিয়ে দিল পাকিস্তান (Pakistan Women Team)। মহিলাদের এশিয়া কাপে পরপর তিন ম্যাচ জেতার পরে 'দুর্বল' পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারতীয় দল (Team India)। শুরুতে ব্যাট করতে নেমে ভারতের সামনে ১৩৮ রানের লক্ষ্য রাখে পাকিস্তান। তবে ১৯ ওভার চার বলে ১২৪ রানেই সমস্ত উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন দল এর আগে তিনটি ম্যাচ জিতেছিল। 

ম্যাচের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন রিচা

মহিলাদের এশিয়া কাপের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিচা ঘোষ (Richa Ghosh)। পাকিস্তানের ব্যাটিং-এর সময় ১২তম ওভারে প্রখর রোদে অসুস্থ হয়ে পড়েন বাংলার এই উইকেটকিপার। গলায়, ঘাড়ে ঠাণ্ডা তোয়ালে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসকের মনে হয়েছে সান স্ট্রোক হয়েছে রিচার। শেষ পর্যন্ত তাঁকে ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হয়। রিচার বদলে কিপিং করতে থাকেন শেফালি বর্মা। ড্রেসিংরুমে চলে যাওয়ার আগে একটি ক্যাচ ও একটি স্টাম্প করেন।পরে যদিও সুস্থ হয়ে ব্যাট করতে নামেন রিচা।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে মাঠেই অসুস্থ বাংলার রিচা ঘোষ, কেমন আছেন?

১৯ রানে হার ভারতের
পাকিস্তানের ব্যাটার নিদা দার তাদের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৬ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। পাঁচটা চার আর একটা ছক্কা মারেন তিনি। বিসমা মারুফ করেন ৩২ রান। ৩৫ বলে ৩২ রান করেন তিনি। দু'টি চার মারেন তিনি। তবে বাকিরা খুব একটা সফল হতে পারেননি। ব্যর্থ ওপেনার মুনিবা আলি। ১৭ রান করে আউট হন তিনি। দ্রুত আউট হন সিদরা আমিন। তিনি করেন ১১ রান। মিডল অর্ডার ব্যাটার আলিয়া রিয়াজ করেন ৭ রান। শূন্য রানে আউট হন ওয়াইমা সোহেল। ১ রানে অপরাজিত থাকেন তুবা হোসেন। 

Advertisement

আরও পড়ুন: কাতারে মেসি-যুগ থামছে, রয়ে যাবে রূপকথা

ভারতীয় দলের হয়ে দারুণ বল করেন দীপ্তি শর্মা। ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। দু'টি উইকেট নিয়েছেন পূজা বস্ত্রকার। একটি উইকেট নেন রেনুকা সিং। অসুস্থ হয়ে গেলেও ব্যাট করতে নেমে শেষ অবধি দলকে জেতানোর লড়াই লড়তে থাকেন। ১৩ বলে ২৬ রানের দারুণ ইনিংস খেলে আউট হন। দয়ালাল হেমলতা ২২ বলে ২০ রান করে আউট হন তিনি। তিনটি চার মারেন তিনি। 

     

Advertisement