scorecardresearch
 

Pakistan Cricket: আশঙ্কাজনক পাক ক্রিকেটার আফ্রিদির ছোট্ট মেয়ে, সাহায্যের আবেদন

আসিফ আফ্রিদি তাঁর মেয়ের ছবি পোস্ট করলে আবেগপ্রবণ হয়ে পড়েন অগনিত ক্রিকেট ভক্ত ও সহকর্মী ক্রিকেটাররা। সকলেই ছোট্ট মেয়েটির দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রাক্তন ওপেনার সালমান বাট থেকে শুরু করে প্রাক্তন ফাস্ট বোলার ওমর গুল সহ অনেক ক্রিকেটারের মেয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং মানুষের কাছেও একই রকম আবেদন করেছিলেন। 

Advertisement
হাসপাতালে আসিফ আফ্রিদির মেয়ে হাসপাতালে আসিফ আফ্রিদির মেয়ে
হাইলাইটস
  • পাকিস্তানি ক্রিকেটার আসিফ আফ্রিদির মেয়ে অসুস্থ
  • সাহায্য চাইলেন পাক ক্রিকেটার

পাকিস্তানের ক্রিকেটার আসিফ আফ্রিদি তাঁর মেয়ের সুস্থাতার জন্য প্রার্থনা করছেন। ভক্তদের কাছে আবেদন জানিয়েছেন প্রার্থনা করার। আসিফ আফ্রিদি একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে তাঁর মেয়ে হাসপাতালে ভর্তি এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আসিফ আফ্রিদির এখনও আন্তর্জাতিক অভিষেক না হলেও দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। 

আসিফ আফ্রিদি তাঁর মেয়ের ছবি পোস্ট করলে আবেগপ্রবণ হয়ে পড়েন অগনিত ক্রিকেট ভক্ত ও সহকর্মী ক্রিকেটাররা। সকলেই ছোট্ট মেয়েটির দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রাক্তন ওপেনার সালমান বাট থেকে শুরু করে প্রাক্তন ফাস্ট বোলার ওমর গুল সহ অনেক ক্রিকেটারের মেয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং মানুষের কাছেও একই রকম আবেদন করেছিলেন।  

আসিফ আফ্রিদি ২০০৯ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন। কিন্তু এখনও আন্তর্জাতিক দলে জায়গা করে নিতে পারেননি। এই বছর, আসিফ পাকিস্তান সুপার লীগ-এ মুলতান সুলতানের হয়ে খেলেছেন। 

আসিফ পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন এবং এই সময়ে তাঁর ইকনমি রেট ছিল ৮-এর কম। সম্প্রতি অস্ট্রেলিয়া দল পাকিস্তান সফরে গেলে আসিফকে ব্যাক-আপ হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হলেও তিনি প্লেয়িং-১১-এ জায়গা করে নিতে পারেননি। 
 
বর্তমানে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে পাকিস্তান দল। ওয়েস্ট ইন্ডিজ দল মুলতানে পৌঁছেছে, যেখানে এই তিনটি ম্যাচ খেলার কথা। সেই সিরিজেও তাঁকে খেলান হয় কি না সেটাই এখন দেখার। আসিফ আফ্রিদির ঘরোয়া রেকর্ডের দিকে তাকালে দেখা যাবে, তিনি ৩৫টি প্রথম শ্রেণীর ম্যাচে ১১৮টি উইকেট নিয়েছেন, যেখানে ৪২টি লিস্ট এ ম্যাচে তাঁর ৫৯টি উইকেট রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটার হিসেবেও তিনি ১০০০ রান করে ফেলেছেন। 

Advertisement

Advertisement