Richa Ghosh: 'রিচা তো সব খেলাই জিতিয়ে ফেরেন...,' মোদীর প্রশংসায় কী বললেন শিলিগুড়ির মেয়ে?

৭, লোককল্যাণ মার্গে, নিজের বাসভবনে মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রিচা ঘোষকে তাঁর প্রশ্ন, 'কীভাবে সব ম্যাচ জিতিয়ে ফেরেন আপনি?' মোদীর প্রশংসা শুনে গদগদ বঙ্গকন্যা কী বললেন?

Advertisement
'রিচা তো সব খেলাই জিতিয়ে ফেরেন...,' মোদীর প্রশংসায় কী বললেন শিলিগুড়ির মেয়ে? রিচা ঘোষ
হাইলাইটস
  • মহিলা ক্রিকেট দলের সঙ্গে জমিয়ে আড্ডা প্রধানমন্ত্রীর
  • রিচার প্রশংসায় পঞ্চমুখ মোদী
  • জবাবে কী বললেন বঙ্গতনয়া?

বিশ্বজয় করে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতকন্যারা। আর সেই দলের অন্যতম সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষ। হরমনপ্রীত, জেমাইমা, স্মৃতিদের পাশাপাশি রিচার প্রশংসাতেও পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে এই বিশ্বজয়ীদের নিয়ে জমিয়ে আড্ডা দিলেন তিনি। সেখানেই রিচার ছক্কা হাঁকানো নিয়ে খোশগল্প জোড়েন তিনি। 

রিচাকে কী বললেন নমো?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'রিচা, আপনি তো ম্যাচ খেলছেন সেটিই জিতিয়ে ফিরছেন। কীভাবে সম্ভব হচ্ছে এমনটা? ছক্কা হাঁকানোর সুযোগ সর্বদাই পেয়ে যান রিচা।' লাজুক মুখে রিচার জবাব, 'হয়তো তাই, কারণ অনুর্ধ্ব ১৯, WPL এবং সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি। সে খেলাগুলো আমরা জিতেছি।' পাশ থেকে হরলীন কউর দেওল বলে ওঠেন, 'রিচা অনেক লম্বা লম্বা ছক্কা মারে।'

রিচা বললেন...

রিচা বলেন, 'প্রতিটা ম্যাচেই হ্যারিদি, স্মৃতিদি, অমল স্যর আমার উপর ভরসা করেছেন। এমন এমন মুহূর্ত এসেছে যখন হয়তো বল কম রয়েছে আর রান তুলতে হবে দ্রুত তখন ওরা আমার পারফর্ম্যান্সে ভরসা রেখেছেন। সে কারণেই হয়তো আমিও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পেরেছি। আর আমরা জিতেছি। এটা অনেক বড় পাওনা।'

 ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপ জয় মহিলা ক্রিকেট টিমের। আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রীও। প্লেয়ারদের সঙ্গে ডিনার করেন তিনি। লাড্ডু খাইয়ে দেন বিশ্বজয়ীরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ উপহারও দেন মেয়েরা। 'নমো' লেখা ১ নম্বর জার্সি উপহার দেন তাঁরা। 

রিচার মতো দলের অন্যান্য সদস্যদের থেকেও তাঁদের স্ট্রাগল, আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং অনুপ্রেরণার গল্পগুলো শুনছিলেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপে ৩টে ম্যাচ পরপর হারার পর ট্রোলিং এবং সেগুলির জবাব দিয়ে ফের ময়দানে ছক্কা হাঁকানো এবং ফাইনালে ওঠার জার্নিটা কেমন ছিল, সেই অভিজ্ঞতাও মেয়েরা ভাগ করে নেন মোদীর সঙ্গে। 

 

POST A COMMENT
Advertisement