scorecardresearch
 

PNG vs AFG: T20 বিশ্বকাপ থেকে বিদায় নিউজিল্যান্ডের, পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?

T20 বিশ্বকাপ (T20 World Cup 2024) থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের (New Zealand)। আফগানিস্তান পাপুয়া নিউগিনিকে (Papua New Guinea) সাত উইকেটে হারিয়ে সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে ফেলায় বিদায় নিল কিউয়িরা। এই ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি আফগানদের। ২৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ৯৬ রান তুলে ফেলেন রশিদ খানরা (Rashid Khan)। 

Advertisement
new zealand afghanistan new zealand afghanistan

T20 বিশ্বকাপ (T20 World Cup 2024) থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের (New Zealand)। আফগানিস্তান পাপুয়া নিউগিনিকে (Papua New Guinea) সাত উইকেটে হারিয়ে সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে ফেলায় বিদায় নিল কিউয়িরা। এই ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি আফগানদের। ২৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ৯৬ রান তুলে ফেলেন রশিদ খানরা (Rashid Khan)। 

এই বিশ্বকাপের অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ দল ইতিমধ্যেই গ্রুপ-সি থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছে। এ ছাড়া ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও ইতিমধ্যেই সুপার এইটে উঠে গিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত পাঁচটি দল সুপার এইটে পৌঁছেছে এবং মাত্র তিনটি জায়গা বাকি আছে। তা নিয়েই চলছে গ্রুপ পর্বের শেষ মুহূর্তের লড়াই।

এদিন টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানরা। ৯ বোলারকে ব্যবহার করে আফগানিস্তান। এর জেরে প্রায় দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউগিনি। ২ওভারও টিক্তে পারেনি তারা। ১৯.৫ ওভারেই শেষ হয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। মাত্র ৯৫ রানে অলআউট হয় তারা। উইকেটরক্ষক ব্যাটার কিপলিন ডোরিগা সর্বোচ্চ ২৭ রান করেন। এ ছাড়া শুধুমাত্র এলি নাউ এবং টিনো উরা ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আফগানিস্তানের হয়ে তিনটি উইকেট তুলে নেন ফজল হক ফারুকি। নবীন উল হক দু'টি ও নুর আহমেদ একটি উইকেট পান। পাপুয়া নিউগিনির চার ব্যাটার ০ রানে আউট হন।  

জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারালেও জিততে সমস্যা হয়নি আফগানদের। এই ম্যাচে আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব ৩৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দু'টি ছক্কা। অপর দিকে মহম্মদ নবী ১৬ রান করে অপরাজিত থাকেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানউল্লাহ ১১ রান এবং আজমতুল্লা ওমরজাই ১৩ রান করে আউট হন। পাপুয়া নিউ গিনির হয়ে একটি করে উইকেট নেন এলি নাও, সেমো কামিয়া ও নরম্যান ভানুয়া।
 

Advertisement

Advertisement