scorecardresearch
 

Lionel Messi: PSG-র হয়ে শেষ ম্যাচেও হার, বিদ্রুপের শিকার মেসি

পিএসজির (PSG) হয়ে শেষ ম্যা চ খেলে ফেললেন লিওনেল মেসি (Lionel Messi)। শুধু মেসি নন, পিএসজিকে বিদায় জানালেন সের্জিও র্যাsমোসও (Sergio Ramos)। তবে শেষ ম্যা চেও নজর কারতে পারলেন না আর্জেন্টাইন সুপারস্টার। ম্যা চ হেরেই মাঠ ছাড়েন মেসি। তবে শেষ ম্যাচে গোল করলেন র্যা মোস। ক্লেরমন্টের কাছে ৩-২ গোলে হারতে হল পিএসজি-কে। শেষ ম্যা চেও সমর্থকদের অপমানের মুখে পড়তে হল মেসিকে।  

Advertisement
শেষ ম্যাচে বিদ্রুপ মেসিকে শেষ ম্যাচে বিদ্রুপ মেসিকে
হাইলাইটস
  • মেসির শেষ ম্যাচে হারল PSG
  • বিদ্রুপের শিকার মেসি

পিএসজির (PSG) হয়ে শেষ ম্যা চ খেলে ফেললেন লিওনেল মেসি (Lionel Messi)। শুধু মেসি নন, পিএসজিকে বিদায় জানালেন সের্জিও র্যাsমোসও (Sergio Ramos)। তবে শেষ ম্যা চেও নজর কারতে পারলেন না আর্জেন্টাইন সুপারস্টার। ম্যা চ হেরেই মাঠ ছাড়েন মেসি। তবে শেষ ম্যাচে গোল করলেন র্যা মোস। ক্লেরমন্টের কাছে ৩-২ গোলে হারতে হল পিএসজি-কে। শেষ ম্যা চেও সমর্থকদের অপমানের মুখে পড়তে হল মেসিকে।  

ম্যা চ শুরু হওয়ার আগে সন্তানদের নিয়ে মাঠে নামেন মেসি, র্যা মোসরা। ম্যাষচের শুরুতেই গোল হজম করে পিএজি। কিন্তু তার আগেই রাশানি হ্যান্ডবল করায় ভিএআরের নির্দেশে বাতিল হয় সেই গোল। এর পরেই র্যাামোসের গোলে এগিয়ে যায় পিএসজি। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এরপরই পাল্টা আক্রমণ চালায় ক্লেরমন্ট। ম্যাাচের ২৪ মিনিটে গাস্টিনের গোলে ব্যবধান কমিয়ে ফেলে ক্লেরমন্ট। মনে হচ্ছিল ১-২ ফলেই শেষ হয়ে যাবে প্রথমার্ধের ম্যাচ। তবে তা হয়নি। প্রথমার্ধের শেষদিকেই সমতা ফেরায় ক্লেরমন্ট। প্রথমার্ধের ইনজুরি টাইমে ক্লেরমন্টের হয়ে সমতা ফিরিয়ে আনেন জেফেন। 

আরও পড়ুন: ডার্বির পর ট্রান্সফার মার্কেটেও ইস্টবেঙ্গলকে 'গোল' স্লাভকোর, কোথায় যাচ্ছেন তিনি?


ম্যা চের দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে দেন কেই। ৬৩ মিনিটে ক্লেরমন্টের হয়ে ৩-২ করেন তিনি। এরপর আক্রমণে গেলেও, গোলের দরজা খুলতে ব্যের্থ হয় পিএজি। ব্যর্থ হন মেসিও।

আরও পড়ুন: জেরি সহ ১১ ফুটবলারকে ছাড়ার সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, ক্ষুব্ধ সমর্থকরা 

এদিকে শেষ ম্যােচেও দর্শকদের অপমান সহ্য করতে হল মেসিকে। অথচ বার্সেলোনা থেকে মেসি তাদের দলে যোগ দেওয়ার পর প্যারিসের রাস্তায় সমর্থকদের ঢল নেমেছিল। প্রচুর সমর্থক স্বাগত জানিয়েছিলেন তারকা ফুটবলারকে। এদিন যদিও দেখা গেল একেবারে অন্য চিত্র। 
মেসি নামার আগে এবং পরে পিএসজির সমর্থরা ব্যঙ্গাত্মক শিস দিলেন লিওকে। ম্যাচের আগে স্টেডিয়ামের স্পিকারে মেসির নাম ঘোষণা করতেই দর্শকরা ব্যঙ্গ করে শিস দিতে থাকেন। তার মধ্যেই অনুশীলন করতে নামেন মেসি। দ্বিতীয় ঘটনাটি ঘটে ম্যােচের ৫৪ মিনিটে। এমবাপের একটি পাস থেকে বিপক্ষ গোলরক্ষককে সামনে পেয়েছিলেন মেসি। তাঁর বাঁকানো শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। দর্শকরা আবারও তাঁকে ব্যঙ্গাত্মক শিস দিতে থাকেন।
 

Advertisement

Advertisement