scorecardresearch
 

কাঁচা বাদাম গানে কোমর দোলালেন PV Sindhu! Viral Video

নেটিজেনরা পিভি সিন্ধুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, 'সিন্ধু শুধুমাত্র অসাধারণ খেলোয়াড় নন দারুণ ডান্সারও।'' কিছুদিন ধরেই ট্রেন্ডিং কাঁচা বাদাম গান। সমস্ত ধরনের মানুষই এই গানে পা দোলাচ্ছেন। তবে এবার সিন্ধুকে দেখে অনেকেই অবাক হয়েছেন। 

Advertisement
পিভি সিন্ধু পিভি সিন্ধু
হাইলাইটস
  • বাংলা গানে নাচ সিন্ধুর
  • কাঁচা বাদাম গানে নাচ সিন্ধুর

বাংলা গানে নাচছেন পিভি সিন্ধু (PV Sindhu)! হ্যাঁ এমনটাই দেখা গেল সিন্ধুর ইনস্টাগ্রামে ভুবন বাদ্যকরের বিখ্যাত 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম' (Kacha Badam) গানে নাচতে দেখা গেল ব্যাডমিন্টন তারকাকে। এই ভিডিওতে লাইক করেছেন টেনিস তারকা সানিয়া মির্জাও। হলুদ শাড়িতে সেটের শাড়ি পরে নাচতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামের রিলে দেশে বিদেশের অনেককেই এই গানে নিয়মিত নাচতে দেখা যায়। সেলিব্রেটিরাও বাদ নেই এই তালিকা থেকে। ভুবন বাদ্যকার কিছুদিন আগেই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তবে এখন সুস্থ তিনি। 

নেটিজেনরা পিভি সিন্ধুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, 'সিন্ধু শুধুমাত্র অসাধারণ খেলোয়াড় নন দারুণ ডান্সারও।'' কিছুদিন ধরেই ট্রেন্ডিং কাঁচা বাদাম গান। সমস্ত ধরনের মানুষই এই গানে পা দোলাচ্ছেন। তবে এবার সিন্ধুকে দেখে অনেকেই অবাক হয়েছেন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sindhu Pv (@pvsindhu1)

জার্মানি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন সিন্ধু। এই টুর্নামেন্টে তিনি সপ্তম বাছাই। থাইল্যান্ডের বাসনান ওংবামরুংফানের বিরুদ্ধে ২১-৮, ২১-৭ ব্যবধানে ম্যাচ জেতেন সিন্ধু। প্রতিপক্ষকে প্রায় উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান তিনি। অলিম্পিক্সে দুটো রূপোর পদক রয়েছে এই শাটলারের। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আরও তিন ভারতীয় শাটলার সাইনা নেহয়াল হারিয়েছেন ২১-১৫, ১৭-২১, ২১-১৪ পয়েন্টে। অষ্টম বাছাই কিদাম্বী শ্রীকান্তও পৌঁছে গিয়েছেন দ্বিতীয় রাউন্ডে। ম্যাচের ফল ২১-১০, ১৩-২১, ২১-৭। লক্ষ্য সেন হারিয়েছেন থাইল্যান্ডের কান্টাফন ওয়াং চারোয়েনকে। খেলার ফল ২১-৬, ২২-২০। বুসনানের বিরুদ্ধে এই নিয়ে ১৫ বার জিতলেন সিন্ধু।             

Advertisement

Advertisement