মহম্মদ শামি ফিরতেই দারুণ জয় পেল বাংলা দল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ছয় পয়েন্ট তুলে নিল অনুষ্টুপ মজুমদারের দল। দুই ইনিংস মিলিয়ে ভারতীয় দলের তারকা পেসার তুলে নিলেন সাত উইকেট। প্রথম ইনিংসে তাঁর ঝুলিতে ছিল ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে তুললেন আরও ৩ উইকেট। রক্তচাপ বাড়িয়ে ১১ রানে জয় পেল বাংলা দল।
দ্বিতীয় ইনিংসে শামির শিকার অনুভব আগারওয়াল। লেগ বিফোর হন তিনি। এরপর রজত পাতিদারকেও আউট করেন শামিই। বোল্ড করেন তিনি। ৩২ রান করে পাতিদার আউট হতেই অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলা দল। শেষদিকে ৫৩ রান করে ভেঙ্কটেশ আইয়ার আউট হওয়ায় জয় নিশ্চিত হয় বাংলার। তাঁর উইকেট তুলে নেন রোহিত কুমার।
প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। সে ইনিংসে চার উইকেট নেন শামি। রজত পতিদার এবং শুভ্রাংশু সেনাপতি জুটি যখন ক্রিজে দাপিয়ে বেড়াচ্ছিল তখন নিজেই অধিনায়কের থেকে বল চেয়ে নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মাকে বোল্ড করে নিজের উইকেট নেওয়ার খাতা খোলেন শামি। এরপর শেষের দিকে সারাংশ জৈন (৭), কুমার কার্তিকেয়ন (৯) এবং কুলবন্ত খেজরোলিয়াকে (০) আউট করেন তিনি।
দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ব্যাট হাতে দাপট দেখান ঋত্বিক চট্টোপাধ্যায়। ৫২ রান করেন তিনি। ৪৪ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩৭ রান করেন শামি। মধ্যপ্রদেশের হয়ে ৪ টি করে উইকেট নেন অনুভব আগরওয়াল এবং কুমার কার্ত্তিকে। একটি করে উইকেট নেন আরিয়ান পান্ডে এবং সারান্স জৈন। বাংলার ইনিংস শেষে মধ্যপ্রদেশ এর সামনে টার্গেট দাঁড়ায় ৩৩৮। চতুর্থ ইনিংসে এ রান তাড়া করা বেশ কঠিন যে কোনও দলের পক্ষেই। মধ্যপ্রদেশের ক্ষেত্রেও সেটাই হয়।