রবি শাস্ত্রী (Ravi Shastri) কোচ থাকাকালীন ভারতীয় দল (Team India) অস্ট্রেলিয়ার (India vs Australia) মাটি থেকে টেস্ট সিরিজ জিতে এসেছিল। আর এবার টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশেই ফের খেলতে নামছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশের মাটিতে কীভাবে টেস্ট জিততে পারে ভারতীয় দল? সে উপায় বাতলে দিলেন রবি শাস্ত্রী।
গম্ভীরকে বিরাট সাহসী কোনও পদক্ষেপ নিতে নিষেধ করেছেন শাস্ত্রী। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'এমন কোনও কাজ করা যাবে না যাতে তা খুব বেশি ঝুঁকিপূর্ণ না হয়। প্রথমত শান্ত থাকতে হবে। বাইরের কে কী বলল সে ব্যাপারে কান দেওয়া যাবে না। নিজের দলের ক্রিকেটারদের বুঝতে হবে। বুঝতে হবে কোন সময় কী করলে একজন ক্রিকেটার ভাল পারফর্ম করে।'
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পর গম্ভীরের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিসিআই কর্তারা। সূত্রের খবর সেখানে গম্ভীরদের সতর্ক করে দেওয়া হয়েছে। সেদিক থেকে দেখতে হলে, এই সিরিজে হেরে গেলে গম্ভীরের চাকরিও চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এই সিরিজে পাঁচটির মধ্যে চারটি ম্যাচ না জিতলে সরাসরি ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।
২০১৮-১৯ এবং ২০২০-২১ সফরে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য এনে দেন কোচ রবি শাস্ত্রী। সেই সাফল্য মাথায় রেখেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। শাস্ত্রী বলেন, 'আগের সফরের কথা মনে করলে আত্মবিশ্বাস বাড়বে। নেতিবাচক জিনিস ভাবা যাবে না। ইতিবাচক দিকগুলো মনে করতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে গতবারের সাফল্যের কথা মাথায় রাখতে হবে, এবং সেখান থেকে এগিয়ে যেতে হবে। এখন ওখানকার পরিবেশ এবং পরিস্থিতি আলাদা। অস্ট্রেলিয়ার কয়েকটা পিচে সেট হয়ে গেলে ব্যাট করার জন্য আদর্শ।' ডন ব্র্যাডম্যানের দেশে টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী শাস্ত্রী।