বিরাট-রোহিতকে নিয়ে কী বার্তা শাস্ত্রীর?বিরাট কোহলি এবং রোহিত শর্মার সমালোচকের সাবধান করলেন ভারতের প্রাক্তন কোচ ও ক্রিকেটার রবি শাস্ত্রী। তাঁর সাফ কথা, 'এই দুই লেজেন্ডারি প্লেয়ারের সঙ্গে পাঙ্গা নিও না।'
শাস্ত্রীর মতে, কোহলি এবং রোহিত যদি উত্তর দিতে শুরু করে, তাহলে যারা ওদের বিরুদ্ধে কথা বলছেন, তারা সাইডলাইনে চলে যাবে। তাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না।
আর এই বক্তব্য ঠিক তখন এল, যখন এই দুই প্লেয়ারের কমিটমেন্ট নিয়ে এবং ২০২৭ বিশ্বকাপে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিজের বক্তব্যের মাধ্যমে আদতে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগারকারকেই নিশানা করলেন শাস্ত্রী।
প্রসঙ্গত, কিং কোহলির সঙ্গে শাস্ত্রীর সম্পর্ক চিরকালই ভাল। এই কোচ-ক্যাপ্টেন জুটি মিলে ভারতকে বহু স্মরণীয় জয় উপহার দিয়েছেন। তাই এ বার বিরাট এবং রোহিতের জন্য মুখ খুললেন তিনি। নিজের মন্তব্যে রোহিত এবং কোহলির কেরিয়ার নিয়ে প্রশ্ন করা মানুষদের সতর্ক করে দিলেন। তাঁর মতে, এই দুই ক্রিকেটার ভারতীয় দলের জন্য রত্ন। তাদের গুরুত্ব বুঝতে হবে।
এই প্রসঙ্গে শাস্ত্রী প্রভাত খবরকে বলেন, 'বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওডিআই ক্রিকেট লেজেন্ড। এমন দক্ষ খেলায়াড়দের সঙ্গে দ্বন্দ্বে গিয়ে লাভ নেই।'
আর শাস্ত্রী এই মন্তব্যটা এমনি এমনি করেননি। বরং রোহিত এবং কোহলির হঠাৎ টেস্ট দল থেকে পদত্যাগ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে চান্স পাওয়া নিয়ে প্রশ্ন ওঠার সময়ই তিনি এই মন্তব্য করলেন। বলা ভাল পাশে দাঁড়ালেন।
যদিও রবি শাস্ত্রী নিজের কথায় কারও নামনি। তবে তাঁর কথাতেই স্পষ্ট তিনি গম্ভীর এবং আগারকরের দিকেই তুললেন আঙুল।
শাস্ত্রী বলেন, 'কিছু মানুষ এগুলি করছে। এটাই আমার বলার। যদি এই দুই প্লেয়াররা ঠিকমতো এগিয়ে যায়, সঠিক বাটন প্রেস করে, তাহলে যারা ওঁদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে, তাদের আর খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের খেলোয়ারদের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই।'
এই সময় হোস্ট শাস্ত্রীকে জিজ্ঞেস করেন, 'কারা এমনটা করছেন?' তাঁর উত্তরে শাস্ত্রী বলেন, 'যারা চাইছে তারা করছে। তবে তাঁরা (রোহিত, বিরাট) যদি একসঙ্গে সঠিক বাটনটা চিপে দেয়, তাহলে এরা সবাই সরে যাবে।'
আর্থাৎ বার্তা স্পষ্ট, রোহিত এবং বিরাটের যোগ্যতা নিয়ে কথা বলার বিরুদ্ধে শাস্ত্রী। তাই তিনি সবাইকে সতর্ক করে দিলেন।