IPL Mega Auction 2022: এই প্লেয়ারকে কেনা সোজা হবে না, CSK-কে হুঁশিয়ারি অশ্বিনের

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'গতবার সিএসকে ফাফ ডু প্লেসিসকে ১.৫ কোটিতে কিনেছিল চেন্নাই। কিন্তু এবার,সেরকম হবে বলে মনে হচ্ছে না। চেন্নাই সুপার কিংস ভক্তরা অবশ্যই চাইবেন দক্ষিণ আফ্রিকার এই তারকাকে দলে রাখুক তাদের দল। সিএসকে যদি এ বার ফাফ ডু প্লেসিসকে কিনতে চায়, তাহলে গতবারের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হবে। আমার মতে, ফাফ ডু প্লেসিসের অনেক চাহিদা থাকবে। বেশিরভাগ দলই ফাফের জন্য বিড করবে।''

Advertisement
এই প্লেয়ারকে কেনা সোজা হবে না, CSK-কে হুঁশিয়ারি অশ্বিনেররবিচন্দ্রন অশ্বিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মেগা নিলাম ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে। এবারের মেগা নিলামে ৫৯০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। দুটি নতুন দল লখনউ এবং আহমেদাবাদের আগমনে এবারের নিলাম খুব আকর্ষণীয় হতে চলেছে। নিলামে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর চোখ থাকবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিসের (Faf du Plessis) দিকে। ফাফ ডু প্লেসিস বহু বছর ধরেই চেন্নাই সুপার কিংসের (CSK) গুরুত্বপূর্ণ সদস্য। ২০২১ মরশুমে সিএসকে জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল ডু প্লেসিসের। গত মরশুমে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। অভিজ্ঞ ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) মনে করেন, এবারের নিলামে ডু প্লেসিসকেই নিয়ে টানাটানি হতে পারে। নিলামের অংশ নেওয়া ৫৯০ জন ক্রিকেটারের তালিকায় অশ্বিন নিজেও রয়েছেন।

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'গতবার সিএসকে ফাফ ডু প্লেসিসকে ১.৫ কোটিতে কিনেছিল চেন্নাই। কিন্তু এবার,সেরকম হবে বলে মনে হচ্ছে না। চেন্নাই সুপার কিংস ভক্তরা অবশ্যই চাইবেন দক্ষিণ আফ্রিকার এই তারকাকে দলে রাখুক তাদের দল। সিএসকে যদি এ বার ফাফ ডু প্লেসিসকে কিনতে চায়, তাহলে গতবারের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হবে। আমার মতে, ফাফ ডু প্লেসিসের অনেক চাহিদা থাকবে। বেশিরভাগ দলই ফাফের জন্য বিড করবে।''

সিএসকে মেগা নিলামের আগে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), এমএস ধোনি (Mahendra Singh Dhoni), মঈন আলি (Moeen Ali) এবং ঋতুরাজ গায়কোয়াডকে ধরে রেখেছে। এর আগে, অশ্বিন স্বীকার করেছিলেন যে তিনি চেন্নাই সুপার কিংসে ফিরতে চান। তবে তিনি এও বলেছিলেন যে, দলে মঈন আলীর উপস্থিতির কারণে তাঁর ফেরা কিছুটা কঠিন হতে পারে।

ফাফ ডু প্লেসি
ফাফ ডু প্লেসিস

আরও পড়ুন: হার্দিকদের দলের নাম ঘোষিত, কী নামে খেলবে আহমেদাবাদ?

আরও পড়ুন: আনক্যাপড, তবু এই প্লেয়ারদের উপরে হতে পারে টাকার বৃষ্টি

Advertisement

অশ্বিন বলেছিলেন, 'আমি সত্যিই খুব বেশি নিশ্চিত নই, তবে সত্যি কথা বলতে, একজন পেশাদার খেলোয়াড় যে কোনও জায়গায় তার সেরাটা দিতে পারে। আমার বয়স এখন ৩৫, আমি যেখানে শুরু করেছি সেখানে ফিরে আসতে পারলে ভাল হবে। তবে মঈন আলীর মত একজন অফ স্পিনার ইতিমধ্যেই রয়েছে চেন্নাইয়ে। তাই আমি জানি না তারা কী ভাবছে। দেখা যাক কী হয়।'

POST A COMMENT
Advertisement