ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) এবার অন্যতম আলোচিত নাম ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে চেন্নাই সুপার কিংস (CSK) তাঁকে ধরে রেখেছে। এমন পরিস্থিতিতে ধোনির বদলে জাদেজাকেও (Ravindra Jadeja) চেন্নাই দলের অধিনায়ক করা হতে পারে বলে খবর।এই সব খবরের মধ্যেই নতুন একটি টুইট করেছেন জাদেজা। তিনি একটি পোস্টে লিখেছেন, " ৮ নম্বরে ব্যাট করতে নামাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি বরং ১১ নম্বরে নামি।'' এই পোস্টের পর জল্পনা শুরু হয়। তিনি কি তবে এখন আইপিএলে ১১ নম্বরে ব্যাট করতে চাইছেন। তবে সেই পোস্টে দুটি হাসির ইমোজি দিয়েছেন এই অলরাউন্ডার। সম্ভবত মজা করেই এই কথা বলছেন তিনি। কারণ জাদেজা স্পিন বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ব্যাট করেন। চেন্নাই দলের হয়ে অনেকবার ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন তিনি। এক ভক্তের জবাবে তিনি লেখেন, 'আট নম্বর ঠিক আছে। ৩৭ রান করতে আপনার প্রয়োজন মাত্র ছয়টি বল।'
জাদেজা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে তিনটি ফরম্যাটে (টেস্ট, ওডিআই, টি২০) বিভিন্ন জায়গায় ব্যাট করেছেন। নম্বর ৪ থেকে ৯ যে কোনও জায়গায় দলের প্রয়োজনে নামান হয়েছে তাঁকে। জাদেজা ১১৬ টি ম্যাচে ৭ নম্বরে ব্যাট করেছেন। ২৪৮৭ রান করেছেন। গড় ৩০.৩২। সাত নম্বরে নেমেই জাদেজা তাঁর একমাত্র আন্তর্জাতিক সেঞ্চুরি (টেস্টে) করেছেন। এরপর জাদেজা ৮ নম্বরে ৫০টি ম্যাচ খেলে ১৪০৭ রান করেছেন। এক্ষেত্রে তাঁর গড় ৩০.৫৮। জাদেজা টিম ইন্ডিয়ার হয়ে ৪, ৫ এবং ৬ নম্বরেও ব্যাট করেছেন।
আরও পড়ুন: 'আমি আগুন' IPL-এর নিলামের আগে ফের 'পুষ্পা'-র অবতারে ওয়ার্নার
ধোনির জায়গায় সিএসকে নেতৃত্ব দিতে পারেন জাদেজা
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মহেন্দ্র সিং ধোনির জায়গায় চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। মেগা নিলামের আগে চেন্নাই তাদের দলে এই অলরাউন্ডারকে ধরে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল ২০২২ মরশুমে জাদেজাকে এক নম্বর খেলোয়াড় হিসেবে দলে রেখেছে ইয়েলো আর্মি।
চেন্নাইয়ের নেতৃত্ব নেওয়ার সময়ও ধোনিকে দুই নম্বর খেলোয়াড় হিসেবে ধরে রাখা হয়েছিল। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি জাদেজাকে ১৬ কোটি টাকাতে এবং ধোনিকে ১২ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে। এর পাশাপাশি ঋতুরাজ গায়কওয়াড (৬ কোটি) এবং মঈন আলি (৮ কোটি) দিয়ে দলে রেখেছে তারা।