Ravindra Jadeja: 'প্রিয় বন্ধু টিভিতে...', প্রাক্তন ক্রিকেটারকে খোঁচা জাদেজার

মঞ্জরেকরের কথার উত্তরে ভারতের অলরাউন্ডার বলেছিলেন, তিনি যেমনই হোন না কেন তাঁর থেকে বেশি ম্যাচ খেলেছেন এবং ক্রমাগত শিখছেন। এগিয়ে যাচ্ছেন। একজন ক্রিকেটার যদি কিছু অর্জন করে থাকেন তাহলে তাঁকে সম্মান করা উচিত।

Advertisement
'প্রিয় বন্ধু টিভিতে...', প্রাক্তন ক্রিকেটারকে খোঁচা জাদেজার রবীন্দ্র জাডেজা
হাইলাইটস
  • ফের খোঁচা মঞ্জরেকরকে
  • টুইট ভাইরাল

প্রাক্তন ক্রিকেটের সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে রবীন্দ্র জাদেজার বিবাদের কথা সকলেই জানেন। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকেই দুই জনের টানাপোড়েন চলছে। বিশ্বকাপের সময় সঞ্জয় মঞ্জরেকর একটি অনুষ্ঠানে রবীন্দ্র জাদেজাকে বিটস অ্যান্ড পিস' ক্রিকেটার হিসেবে বর্ণনা করেন। এর জবাব দিয়েছিলেন জাদেজাও। এরপর বৃহস্পতিবার মঞ্জরেকরের একটি ছবি টুইট করেন জাদেজা। তা নিয়েই ফের সরগরম সোশ্যাল মিডিয়া।

মঞ্জরেকরের কথার উত্তরে ভারতের অলরাউন্ডার বলেছিলেন, তিনি যেমনই হোন না কেন তাঁর থেকে বেশি ম্যাচ খেলেছেন এবং ক্রমাগত শিখছেন। এগিয়ে যাচ্ছেন। একজন ক্রিকেটার যদি কিছু অর্জন করে থাকেন তাহলে তাঁকে সম্মান করা উচিত। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাদেজা দারুন ৫০ করার পরে ট্রোলড হতে হয় ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।

বৃহস্পতিবার জাদেজা তাঁর টুইটার অ্যাকাউন্টে সঞ্জয় মঞ্জরেকরের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'আমি স্ক্রিনে আমার প্রিয় বন্ধুকে দেখতে পাচ্ছি।' লেজেন্ডস লিগ ক্রিকেটের কমেন্ট্রি করছেন মঞ্জরেকর। ছবিটির ক্যাপশন দেখে এটা বলা কঠিন যে, এটা কি একেবারেই একটা সাধারণ টুইট ছিল নাকি মঞ্জরেকরকে খোঁচা দিতে চেয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার।

আরও পড়ুন:  শামি-চাহার না কি অন্য কেউ? T20 বিশ্বকাপে বুমরার জায়গায় কে?

এ বছর আগস্টে ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচের পর দুই জনেই একে অপরের সঙ্গে কথা বলেন। জাদেজার সাক্ষাৎকার নেন মঞ্জরেকর। ভারতের জয় বিরাট ভূমিকা রাখা জাদেজাকে তিনি প্রশ্ন করেন, 'তাঁর সঙ্গে কথা বলতে কোন সমস্যা আছে কি না?' উত্তরে জাদেজা বলেন, 'না তাঁর কোন সমস্যা নেই।' এরপর দুই জনের মধ্যে কথা হয়। এই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

চলতি মাসের ৬ সেপ্টেম্বর হাঁটুতে অস্ত্রোপচার হয় জাদেজার। অস্ত্রপচারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গার পাননি তিনি। তাঁর হাঁটুতে সমস্যা দীর্ঘদিনের। এশিয়া কাপের আগে আইপিএলের সময়ও চোট পেয়েছিলেন এই হাঁটুতেই। তারপর বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় জাদেজাকে।

Advertisement

আইপিএল ২০২২ এ জাদেজা চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক হয়েছিলেন। তবে খারাপ পারফরমেন্সের পরে তিনি পদত্যাগ করেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফেরেন তিনি। তারপর থেকেই দারুন ফর্মে রয়েছেন জাদেজা। 

POST A COMMENT
Advertisement