scorecardresearch
 

Ravindra Jadeja: চোট থেকে ফিরেই ছন্দে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের নায়ক জাদেজা

টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এশিয়া কাপ ২০২২-এ (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। সেই সময় জাদেজা সেরা ফর্মে ছিলেন। অনেকেই আশঙ্কা করেছিল, এরপর জাদেজার ফিরে আসা কঠিন হয়ে যেতে পারে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে প্রায় ৬ মাস পর মাঠে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। মাঠে ফিরতেই সেই আশঙ্কা দূরে সরিয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার।

Advertisement
রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা
হাইলাইটস
  • দ্বিতীয় ইনিংসে সাত উইকেট জাদেজার
  • দ্বিতীয় টেস্টও জিতল ভারত

টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এশিয়া কাপ ২০২২-এ (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। সেই সময় জাদেজা সেরা ফর্মে ছিলেন। অনেকেই আশঙ্কা করেছিল, এরপর জাদেজার ফিরে আসা কঠিন হয়ে যেতে পারে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে প্রায় ৬ মাস পর মাঠে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। মাঠে ফিরতেই সেই আশঙ্কা দূরে সরিয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ায় সুযোগ পান রবীন্দ্র জাদেজা। তবে সিরিজের ঠিক আগে, ম্যাচ ফিট হওয়ার জন্য তিনি একটি রঞ্জি ট্রফি ম্যাচও খেলেন এবং সেখানে ভাল পারফর্ম করে নিজেকে প্রমাণ করে ফিরে আসেন তিনি। 

জাদেজা ও রোহিত
জাদেজা ও রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এ, রবীন্দ্র জাদেজা প্রথম ২ টেস্টে দারুণ পারফর্ম করেছেন। প্রথমে নাগপুরে এবং এবার দিল্লি টেস্টে, অস্ট্রেলিয়া দল সম্পূর্ণ ভাবে রবীন্দ্র জাদেজার স্পিনের কাছে আত্মসমর্পণ করে। রবীন্দ্র জাদেজার নির্ভুল বোলিং এবং টার্নের সামনে অজিদের কিছুই করার ছিল না।

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ রাহুল, পরের ম্যাচে বাদ?

তবে 'স্যার' রবীন্দ্র জাদেজার সামনে অস্ট্রেলিয়া অসহয়ায় আত্মসমর্পণ করে। তবে এমন ঘটনা এবারেই প্রথম হল এমনটা নয়। অস্ট্রেলিয়া গত ১০ বছরে ভারতে ৩টি সিরিজ খেলেছে এবং রবীন্দ্র জাদেজা এই তিনটি সিরিজেই অজি দলকে সমস্যায় ফেলেছেন। অর্থাৎ গত ১০ বছর ধরে অস্ট্রেলিয়া দল রবীন্দ্র জাদেজার বোলিং-এর উত্তর খুঁজে পায়নি।

জাদেজা
জাদেজা

রবীন্দ্র জাদেজা এবং অস্ট্রেলিয়া...
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার টেস্ট রেকর্ড দেখলে দেখা যায়, তিনি ১৪ ম্যাচে ২৬ ইনিংসে ৮০টি উইকেট নিয়েছেন। এই সময়ে রবীন্দ্র জাদেজার বোলিং গড় ছিল ১৭.২৩। অজি দলের বিরুদ্ধে ৫ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে তাঁর।  

Advertisement

আরও পড়ুন: 'ইওর পারফর্ম দিস হ্যাপেনিং...', বাংলাদেশি রিপোর্টারের প্রশ্নে অবাক নারিনরা

রবীন্দ্র জাদেজার রেকর্ড অসাধারণ। তিনি ভারতে অনুষ্ঠিত ৩টি বর্ডার-গাভাস্কার ট্রফিতে অজিদের কোনোও সুযোগই দেননি।  

অস্ট্রেলিয়ার (ভারত) বিরুদ্ধে সর্বাধিক টেস্ট উইকেট
• অনিল কুম্বলে: ২০ টেস্ট, ১১১ উইকেট
• রবিচন্দ্রন অশ্বিন: ২০ টেস্ট, ১০৩ উইকেট
• হরভজন সিং: ১৮ টেস্ট, ৯৫ উইকেট
• রবীন্দ্র জাদেজা: ১৪ টেস্ট, ৮০ উইকেট  

Advertisement