scorecardresearch
 

White Card: ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখালেন রেফারি, কী সেটি?

হলুদ (Yellow Card) বা লাল কার্ড (Red Card) নয়, ফুটবল মাঠে দেখানো হল সাদা কার্ড (White Card)।  পর্তুগালের লিগে (Portugal Women League) এমন ঘটনা ঘটেছে। মহিলাদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বেনফিকার (Benfica) মুখোমুখি হয়েছিল স্পোর্টিং লিসবন (Sporting Lisbon)। আর সেই ম্যাচে লাল বা হলুদ কার্ড দেখানোর পরিবর্তে সাদা কার্ড দেখিয়ে দিলেন রেফারি! কিন্তু কেন ?

Advertisement
দুই দলের ডাক্তারকে সম্মান রেফারির দুই দলের ডাক্তারকে সম্মান রেফারির

হলুদ (Yellow Card) বা লাল কার্ড (Red Card) নয়, ফুটবল মাঠে দেখানো হল সাদা কার্ড (White Card)।  পর্তুগালের লিগে (Portugal Women League) এমন ঘটনা ঘটেছে। মহিলাদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বেনফিকার (Benfica) মুখোমুখি হয়েছিল স্পোর্টিং লিসবন (Sporting Lisbon)। আর সেই ম্যাচে লাল বা হলুদ কার্ড দেখানোর পরিবর্তে সাদা কার্ড দেখিয়ে দিলেন রেফারি! কিন্তু কেন ?
 
ফেয়ার প্লেকে (Fair Play) উৎসাহিত করার জন্য সাদা কার্ড দেখানো হল। হলুদ বা লাল কার্ড সাধারণত মাঠে বা মাঠের বাইরে থাকা ফুটবলারদের সতর্ক করার জন্য ব‍্যবহার করা হয়। কিন্তু এই সাদা কার্ড ব্যবহার করার কারণ, ম্যাচ চলাকালীন এক ফুটবলার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর চিকিৎসার জন্য সাদা কার্ড দেখান রেফারি। রিজার্ভ বেঞ্চে থাকা এক সদস্য অসুস্থ হয়ে পড়েন। জরুরি চিকিৎসা দিতে ছুটে যান দুই দলের চিকিৎসকরাই। আর তাদের এই মহৎ কাজকে স্বাগত জানাতে সেই চিকিৎসকদের সাদা কার্ড দেখান রেফারি। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল।


সম্মান জানাতে দেখান হল সাদা কার্ড
সাধারণ ভাবে ফাউল করলে বা কোনও অনৈতিক কাজ করলে রেফারি কার্ড দেখান। হলুদ কার্ড দেখিয়ে প্রথমে সতর্ক করেন রেফারি। ফের সেই ম্যাচে একই ভুল করলে লাল কার্ড দেখিয়ে সেই ফুটবলারকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দিয়ে থাকেন রেফারি। তবে এবার তিরস্কার করা নয়, সম্মান জানাতে চিকিৎসকদের সাদা কার্ড দেখালেন রেফারি।    

Advertisement

পর্তুগালের (Portugal) লিগে এই সাদা কার্ডের প্রয়োগ প্রথমবার হল। ফিফার (FIFA) উদ্যোগেই এই সাদা কার্ড দেখান শুরু হয়েছে। এর পাশাপাশি কনকার্শন সাবস্টিউট চালু করেছে ফিফা। এবারের বিশ্বকাপে স্টপেজ টাইমের ক্ষেত্রেও এমনটা করেছে ফিফা। প্রতিটি ম্যাচে ঠিক যত সময় নষ্ট হয়েছে, ঠিক তত সময়ই ইনজুরি টাইম দেওয়া হয়েছে। ফুটবলারদের রক্ষা করার জন্য এবার নয়া উদ্যোগ ফিফার। ফিফার দারুণ উদ্যোগের প্রশংসা করেছেন ফুটবল ফ্যানরা।      
 

Advertisement