Ridhima Pathak: IPL-এ মুস্তাফিজুর বাদের পাল্টা BPL থেকে ঋধিমা বাদ? নিজেই পোল খুললেন ভারতীয় স্পোর্টস প্রেজেন্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বের করে দেওয়া হয়েছে ভারতের স্পোর্টস প্রেজেন্টার ঋধিমা পাঠককে? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জল্পনা শুরু হতেই এবার মুখ খুললেন খোজ ঋধিমা। জানালেন সত্যিটা...

Advertisement
IPL-এ মুস্তাফিজুর বাদের পাল্টা BPL থেকে ঋধিমা বাদ? নিজেই পোল খুললেন ভারতীয় স্পোর্টস প্রেজেন্টারঋধিমা পাঠক
হাইলাইটস
  • বাংলাদেশ প্রেমিয়ার লিগ থেকে বাদ ঋধিমা পাঠক?
  • ভারতের স্পোর্টস প্রেজেন্টারকে বের করে দেওয়া হয়েছে?
  • মুখ খুললেন খোদ ঋধিমা

ভারতের ক্রীড়া উপস্থাপক ঋধিমা পাঠক স্পষ্ট করে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) সঞ্চালক প্যানেল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCP) তাঁকে সরিয়ে দিয়েছে, এই ধরনের খবর তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। 

ক্রিকেট নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এই প্রেক্ষাপটে BCB-র তরফে ঋধিমা পাঠকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হচ্ছিল। তবে এই স্পোর্টস প্রেজেন্টারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। গোটা বিষয়টি BCCI ও BCB-র মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করেই ঘটেছে।

জনপ্রিয় স্পোর্টস প্রেজেন্টার ঋধিমা পাঠক জানান, BPL-থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। তাঁকে বাদ দেওয়া হয়েছে, এই ধারণা তিনি স্পষ্ট ভাবে খারিজ করেছেন। 

ঋধিমা বলেন, 'গত কয়েক ঘণ্টায় এমন একটি খবর ছড়ানো হয়েছে, আমাকে নাকি BPL থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে দেশই সবচেয়ে প্রথমে। আমি ক্রিকেটকে মূল্য দিই। বছরের পর বছর সততা, সম্মান এবং ভালোবাসা নিয় এই খেলার সঙ্গে জড়িত থাকার সুযোগ পেয়েছি। এটা আমার সৌভাগ্য। সেটা কখনও বদলাবে না। আমি সব সময়েই ন্যায়, স্বচ্ছতা এবং ক্রিকেটের প্রকৃত চেতনার পক্ষে থাকব।' তাঁর সংযোজন, 'যাঁরা সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আপনাদের কথাগুলো আমার কাছে ভীষণ মূল্যবান। ক্রিকেট খেলাতেও সত্য ও স্বচ্ছতা প্রয়োজন। এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।'

 

POST A COMMENT
Advertisement