scorecardresearch
 

Rinku Singh Replacement: T20 বিশ্বকাপে ভারতীয় দলে রিঙ্কু নেই, ফিনিশার কে?

এবারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলে (Team India) রিঙ্কু সিং (Rinku Singh) সুযোগ না পাওয়ায়, ক্ষুব্ধ হয়েছেন অনেক ফ্যানই। তবে তাঁর জায়গা কে নেবেন? টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ফিনিশার কে হবেন? তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। আইপিএল-এ (IPL ) ধারাবাহিক পারফর্ম করে সকলের নজরে এসেছিলেন রিঙ্কু। তিনি দলে না থাকলেও রিঙ্কুর বিকল্প রয়েছেন টি২০ বিশ্বকাপের দলে। কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) চিন্তায় এবার শিবম দুবে (Shivam Dube)।

Advertisement
রিঙ্কু ও টিম ইন্ডিয়া রিঙ্কু ও টিম ইন্ডিয়া

এবারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলে (Team India) রিঙ্কু সিং (Rinku Singh) সুযোগ না পাওয়ায়, ক্ষুব্ধ হয়েছেন অনেক ফ্যানই। তবে তাঁর জায়গা কে নেবেন? টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ফিনিশার কে হবেন? তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। আইপিএল-এ (IPL ) ধারাবাহিক পারফর্ম করে সকলের নজরে এসেছিলেন রিঙ্কু। তিনি দলে না থাকলেও রিঙ্কুর বিকল্প রয়েছেন টি২০ বিশ্বকাপের দলে। কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) চিন্তায় এবার শিবম দুবে (Shivam Dube)।

গত কয়েকটা আইপিএল-এ ধারাবাহিক ভাবে ভাল ব্যাটিং করে চলেছেন শিবম। অন্যদিকে রিঙ্কু গত মরসুমে ভাল খেললেও, এই মরসুমে খুব ভাল ছন্দে নেই। আসলে কেকেআর-এর (Kolkata Knight Riders) টপ অর্ডার ব্যাটারাই যে ভাবে রান পাচ্ছেন, তাতে সে ভাবে সুযোগ পাচ্ছেন না এই ফিনিশার। আর সেই সুযোগেই, নিজের ভাল ফর্মের সুবাদে দলে জায়গা করে নিয়েছেন শিবম। ২০২১ সালে আরসিবির (Royal Challengers Bangalore) হয়ে খেলেন শিবম। সেই মরসুমে নিজেকে মেলে পারেননি। পরের মরসুমে দল বদলাতেই সাফল্য মেলে। আরসিবি থেকে চেন্নাই (Chennai Super Kings) দলে যোগ দিতেই পান মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) পরামর্শ। আর তাতেই কেরিয়ারটাই বদলে যায় শিবমের। ২০২২ সালে আরসিবির বিরুদ্ধেই একটা ম্য়াচে ৪৬ বলে ৯৫ রানের ইনিংস খেলে নট আউট থাকেন তিনি। তাঁর সেই ইনিংসে ছিল ৮টা ছক্কা। ওই মরসুমে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৫৬।

২০২৩ সালে আরও আইপিএলে আরও ভাল খেলেন তিনি। চেন্নাই সেবার আইপিএলও জিতে নেয়। কেকেআরের বিরুদ্ধে গত মরসুমে ২১ বলে ৫০ রান করেন। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৩২ রানের ইনিংস খেলেন শিবম। আর এই বছরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন তিনি। কখনও ৪ আবার কখনও ৫ নম্বরে নেমে ৩৫০র বেশি রান করে ফেলেছেন। স্ট্রাইক রেট ১৭২.৪। স্পিনার হোক আর পেসার, ছয় মারতেই যেন মাঠে নামছেন বাঁ হাতি ব্যাটার। এখনও পর্যন্ত ২৬টা ছয় মেরে ফেলেছেন।

আরও পড়ুন

Advertisement

Advertisement