Rishabh Pant Health Update: ভারতীয় দলের তারকা উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তকে (Rishabh Pant Health Update) নিয়ে বড় আপডেট জানা গিয়েছে। তাঁকে এখন চিকিৎসার জন্য দেরাদুন থেকে মুম্বইতে নিয়ে যাওয়া হবে। খবর অনুযায়ী, ঋষভ পন্তকে আজ (৪ জানুয়ারি) মুম্বইতে রেফার করা হবে।
ঋষভ পন্ত (Rishabh Pant) নিজেই গাড়ি চালিয়ে রুরকিতে নিজের বাড়িতে যাচ্ছিলেন। চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য ঋষভ পন্তকে টিম ইন্ডিয়াতে নেওয়া হয়নি। বিসিসিআই ঋষভ পন্তকে রিহ্যাবের জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) যেতে বলেছিল। তবে তার আগে বড়দিন উদযাপন করতে দুবাই গিয়েছিলেন তিনি। এখানে তিনি প্রাক্তন ভারতীয় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বড়দিন উদযাপন করেন।
আরও পড়ুন: সেই ১৯ ওভারটিতেই ক্লাইম্যাক্স, অক্ষরের ম্যাজিক, গায়ে কাঁটা দেওয়া শেষ ওভার
এর পরে, ঋষভ পন্ত দেশে ফিরে আসেন এবং দিল্লি থেকে তাঁর নিজের শহর রুরকিতে গাড়িতে যাচ্ছিলেন। ৩০ ডিসেম্বর ভোরে ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে রুরকির কাছে গুরুকুল নরসান এলাকায়। ঋষভ পন্ত গাড়িতে একা ছিলেন এবং নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পন্ত জানিয়েছেন তিনি উইন্ড স্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন। এর পর গাড়িতে ভয়াবহ আগুন লাগে।
কোথায় চোট পেয়েছেন ঋষভ পন্ত?
ঘটনার পর স্থানীয়রা ঋষভ পন্তকে রুরকির সক্ষম হাসপাতালে ভর্তি করেন। তারপর এখান থেকে পন্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে রেফার করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন। পন্তের মাথায়, পিঠে, পায়ে, হাঁটুতে ও গোড়ালিতে চোট লেগেছে। পন্তের অস্ত্রোপচারও হয়েছে।
আরও পড়ুন: সেই ১৯ ওভারটিতেই ক্লাইম্যাক্স, অক্ষরের ম্যাজিক, গায়ে কাঁটা দেওয়া শেষ ওভার
চিকিৎসকরা জানিয়েছেন, ঋষভের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তাঁর সুস্থ হতে অনেকটা সময় লাগবে। মনে করা হচ্ছে তিনি প্রায় ৬ মাস মাঠে ফিরতে পারবেন না। চোটটি তেমন গুরুতর না হলেও কেরিয়ারের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে তিনি অবশ্যই মাঠ থেকে দূরে থাকবেন। অন্তত ৬ মাসের আগে পন্তের পক্ষে মাঠে ফেরা কঠিন। ঋষভের মাথার পেছন, হাঁটু ও গোড়ালিতে চোট রয়েছে। এক্স-রে এবং সিটি স্ক্যান রিপোর্টে কোনো ফ্র্যাকচার, মস্তিষ্ক এবং মেরুদন্ডের আঘাত দেখা যায়নি। তবে হাঁটু এবং গোড়ালিতে একাধিক লিগামেন্ট ছিঁড়েছে। 'লিগামেন্ট টিয়ার' গ্রেডের উপর নির্ভর করে, কখন এটি নিরাময় হয়। এতে ২ থেকে ৬ মাস সময় লাগতে পারে।