Rohit Sharma Injury: T20 WC-র প্রথম ম্যাচেই কাঁধে চোট রোহিতের, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন?

টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের দুরন্ত হাফ সেঞ্চুরি করে ভারতীয় দলকে জয়ের রাস্তা দেখালেও, রোহিত শর্মার চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় অনেকেই চিন্তিত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। সেই ম্যাচের আগে হাফ সেঞ্চুরি করে ভারত অধিনায়কের কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়ার দৃশ্য দেখে উদ্বিগ্ন প্রায় সকলেই।

Advertisement
T20 WC-র প্রথম ম্যাচেই কাঁধে চোট রোহিতের, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন?rohit sharma

টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের দুরন্ত হাফ সেঞ্চুরি করে ভারতীয় দলকে জয়ের রাস্তা দেখালেও, রোহিত শর্মার চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় অনেকেই চিন্তিত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। সেই ম্যাচের আগে হাফ সেঞ্চুরি করে ভারত অধিনায়কের কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়ার দৃশ্য দেখে উদ্বিগ্ন প্রায় সকলেই।

কীভাবে চোট পেলেন রোহিত?
ফিল্ডিং করার সময়, বুধবার ফিল্ডিংয়ের সময় ডাইভ দেন রোহিত। যে ডাইভ থেকে চোট লাগার বেশি আশঙ্কা ছিল, সেটার ক্ষেত্রে রোহিতের ডান কাঁধ মাটিতে আছড়ে পড়ে। পরে ব্যাটিংয়ের সময় একটি বল তাঁর বাঁ-কাঁধে লাগে। এরপর ভারতের ব্যাটিং ইনিংসের ৮.২ ওভারে রোহিতের কাঁধে বল লাগে। জোশ লিটলের বলটা শর্ট লেংথে ছিল। সেটা রোহিতের বাঁ-কাঁধে লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে চলে যায়। বলটা রোহিতের ব্যাটে লেগেছে ভেবে আয়ারল্যান্ড ডিআরএস নেয়। তবে দেখা যায় যে বলটা সোজা রোহিতের বাঁ-কাঁধে লেগেছে।  এই ঘটনার পরেও রোহিত মাঠের বাইরে যাননি। তাঁর ব্যাট থেকে আসে দুটি ছক্কা। দশম ওভারের শেষ বলে লেগ সাইডে দু'রান নেওয়ার পরই মাঠ ছেড়ে চলে যান ভারতীয় অধিনায়ক।

চোট নিয়ে আপডেট দিলেন ক্যাপ্টেন

নিউইয়র্কের পিচে রান করাই মুশকিল হয়ে যাচ্ছিল দুই দলের ব্যাটারদের। সেকথা স্বীকার করে নিজের চোট নিয়ে আপডেট দিলেন রোহিত। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেন, 'সামান্য চোট। চিন্তার কিছু নেই। নতুন মাঠ, নতুন ভেনু, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলাম। আমার মনে হয় না, পিচ এখনও পুরোপুরি প্রস্তুত। বোলারদের জন্য দারুণ সুবিধা ছিল। আমরা ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছি, এটাই স্বস্তির।’

 

রবিবারের মহারণ নিয়েও মুখ খোলেন রোহিত। তিনি বলেন, ‘পিচ থেকে কী প্রত্যাশা করা উচিত জানি না। তবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের যা করার, সব চেষ্টাই করব। পাকিস্তান ম্যাচটা এমনই যেখানে, একাদশের সকলকেই অবদান রাখতে হবে। আজকের ম্যাচে পিচটা বুঝতে একটু সময় লেগেছে। তবে অনেকটা সময় কাটাতে পেরেছি। আশা করি পাকিস্তান ম্যাচেও একই ভাবে পারব।’      

Advertisement

POST A COMMENT
Advertisement