২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। আইসিসি (ICC) র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা টিম ইন্ডিয়ার (Team India) সামনে জয়ের ধারা অব্যাহত রাখার সুযোগ থাকবে। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) এই সিরিজে গুরুত্বপূর্ণ কিছু রেকর্ড করার সুযোগ পাবেন। রোহিত শর্মা যদি এই সিরিজে ১২টি ছক্কা মারেন, তাহলে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড হবে তাঁর। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে রোহিত শর্মার ১৫৪টি ছক্কা রয়েছে, যেখানে মার্টিন গাপটিলের ১৬৫টি ছক্কা রয়েছে। এমতাবস্থায় ১১টি ছক্কায় রেকর্ডটি সমান হয়ে যাবে, যেখানে ১২টি ছক্কা মারতে পারলে গাপটিলের রেকর্ড টপকে যাবেন রোহিত। এই রেকর্ড গড়ার ক্ষেত্রে রোহিত শর্মার হাতে থাকবে তিন ম্যাচ।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ছক্কা (আন্তর্জাতিক)
• মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ১১২ ম্যাচ, ১৬৫টি ছক্কা
• রোহিত শর্মা (ভারত)- ১২২ ম্যাচ, ১৫৪টি ছক্কা
• ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৯টি ম্যাচ, ১২৪ টি ছক্কা
• ইয়ন মরগান (ইংল্যান্ড)- ১১৫টি ম্যাচ, ১২০টি ছক্কা
• অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৮৮ ম্যাচ, ১১৩টি ছক্কা
শুধু ছক্কা মারার রেকর্ডই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়তে পারেন রোহিত শর্মা। রোহিত শর্মার বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩২৬৩ রান রয়েছে, ভারত অধিনায়কের মাত্র ৩৭ রান প্রয়োজন তবেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হতে পারেন।
আরও পড়ুন: বিরাটকে আবেগঘন চিঠি যুবরাজের, কী লিখলেন?
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের আগে তরুণদের সুযোগ দিতে চাইছেন রোহিত-রাহুলরা
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান (আন্তর্জাতিক)
• মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ১১২ ম্যাচ, ৩২৯৯ রান
• বিরাট কোহলি (ভারত)- ৯৭ ম্যাচ, ৩২৯৬ রান
• রোহিত শর্মা (ভারত)- ১২২ ম্যাচ, ৩২৬৩ রান
• পল স্টার্লিং (আয়ারল্যান্ড)- ১০০ ম্যাচ, ২৭৫৮ রান
• অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৮৮ ম্যাচ, ২৬৮৬ রান
ভারতের শ্রীলঙ্কা সফর
২৪ ফেব্রুয়ারি - ১ম টি-টোয়েন্টি, লখনউ
২৬ ফেব্রুয়ারি - ২য় টি-টোয়েন্টি, ধর্মশালা
২৭ ফেব্রুয়ারি - ৩য় টি-টোয়েন্টি, ধর্মশালা
৪-৮ মার্চ - প্রথম টেস্ট, মোহালি
১২-১৬ মার্চ - দ্বিতীয় টেস্ট, বেঙ্গালুরু (ডে-নাইট)