অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন। তাঁর বদলে শুভমন গিলকে ওয়ান ডে টিমটির নেতৃত্ব দেবেন। রোহিতের পাশাপাশি বিরাট কোহলিও এই ওয়ান ডে সিরিজ খেলবেন। রোহিত এবং বিরাটের ওয়ান ডে কেরিয়ার নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই টি২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন দুই তারকা ব্যাটারই।
তবে নানা জল্পনার মাঝেই ৫০ ওভারের ম্যাচে তিনি আর খেলবেন কি না, তা নিয়ে বিভ্রান্তি দূর করে দিয়েছেন রোহিত শর্মা নিজেই। প্রাক্তন অধিনায়ক নিজেই বলেছেন, তিনি ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ইচ্ছুক। আসলে 'মেক আ উইশ' ফাইন্ডেশনের বাচ্চাদের সঙ্গে বার্তালাপ করছিলেন রোহিত। ছোট ছোট ক্রিকেট উৎসাহীরা রোহিতকে ছেঁকে ধরেছিলেন, প্রশ্ন করেছিলেন তিনি ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ তিনি খেলবেন কি না। সেই খুদে ফ্যানেদের রোহিত প্রতিশ্রুতি দেন, তিনি অবশ্যই ২০২৭ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলবে। এর জন্য যথাযথ পরিশ্রম করবেন তিনি যাতে ভারতকে ট্রফি জেতাতে পারেন।
বাচ্চাদের সঙ্গে রোহিতের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, রোহিত শর্মার দিকে প্রশ্ন ধেয়ে এসেছে, তাঁকে ২০২৭ সালের বিশ্বকাপে দেখা যাবে কি না। রোহিত হেসে বলেন, 'আমি সম্পূর্ণ প্রস্তুত এবং ট্রফি জেতানোর জন্য ময়দানে নামব।'
তবে জানা গিয়েছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি সেপ্টেম্বর মাসের। ২০২৩ সালের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে এই রোহিতের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল। তারপর থেকেই রোহিতের নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। তা সত্ত্বেও রোহিত টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২৪ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জিতিয়েছেন টিম ইন্ডিয়াকে।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে চলেছেন। ৩ ম্যাচের এই সিরিজ রোহিত এবং বিরাটের কাছে ২০২৭ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হতে চলেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ট্র্যাভিস হেডও ভবিষ্যদ্বাণী করেছেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন। অস্ট্রেলিয়া সিরিজে ক্যাপ্টেন শুভমন গিল। তবে টিমে রোহিত এবং বিরাটের উপস্থিতি শুভমনের নেতৃত্বে আরও শান দেবে বলেই মনে করা হচ্ছে।
রোহিত শর্মা বর্তমানে সম্পূর্ণ ফিট। তিনি ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে ট্রেনিং করে দুরন্ত কামব্যাক করেছেন। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ১০ কেজি ওজন কমিয়েছেন। ১৯ অক্টোবর, রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। সকলেরই বাড়তি নজর থাকবে তাঁর উপর।