ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ছয় উইকেটে সহজেই ক্যারেবিয়ানদের হারিয়ে দেয় ভারত। মাত্র ১৫৮ রান তাড়া করতে নেমে রোহিত শর্মা ও শেষদিকে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দাপটে জয় পায় ভারত। তবে প্রথম ইনিংস চলাকালীন রিভিউ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সেই সময় স্টাম্প মাইকে অধিনায়ক রোহিত শর্মার বক্তব্য ভাইরাল হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের অষ্টম ওভারে রবি বিষ্নোইয়ের ওভারে রস্টন চেজের বিরুদ্ধে আউটের আবেদন করে ভারত। তবে সেই আবেদনে সাড়া না দিয়ে ওয়াইডের নির্দেশ দেন আম্পায়ার। সেই সময়ই রোহিত বলে ওঠেন, ''আরে কী সব ওয়াইড দিচ্ছে? এটা কোথায় ওয়াইড।''
সবে ব্যাট করতে আসা চেজকে আউট করতে বদ্ধপরিকর রোহিত এবার বিরাট কোহলির সঙ্গে কথা বলেন। বিরাট জানান, তিনি দুটো আওয়াজ পেয়েছেন। ফলে রিভিউ নেওয়াই যায়। প্রাক্তন অধিনায়ক বিরাটের কথা শুনে রিভিউ নিয়ে নেন রোহিত শর্মা। এই রিভিউ নেওয়ার পরেও আউট হননি চেজ। তবে ওয়াইডের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন আম্পায়ার। কারণ রিপ্লেতে দেখা যায় বল চেজের ব্যাট বা গ্লাভসে না লাগলেও প্যাডে লেগে বল উইকেট কিপার ঋষভ পান্তের হাতে চলে যায়।
তবে এই রিভিউ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। কারণ আম্পায়াররাও ওয়াইড বা আউটের ব্যাপারে সংশয়ে ছিলেন। তাঁরাও রিভিউ নিতে যাচ্ছিলেন। এবার এটা ভারতের রিভিউ নাকি আম্পায়ারের তা নিইয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত এটা ভারতের নেওয়া রিভিউ হিসেবেই গন্য করা হয়।
আরও পড়ুন: 'দাঁত বের না করে যা বল কর...' চাহালকে রোহিতের ধমক! Video Viral
টসে হেরে শুরুতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান করে। অভিষেক ম্যাচেই দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা রবি বিষ্নোই। এক ওভারেই রস্টন চেজ ও রোভমন পাওয়েলের উইকেট নেন তিনি। ৪৩ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেললেও দলের রান খুব বেশি বাড়াতে পারেননি নিকোলাস পুরান।