ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচেই জিতে সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। ইডেন গার্ডেন্সে প্রথম টি২০ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। বুধবারই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবুও ভারতীয় দলে প্রথম টি২০ ম্যাচে জায়গা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ব্রেন্ডন ম্যাককালাম, গৌতম গম্ভীর, দীনেশ কার্ত্তিকদের জুতোয় পা গলান এই তরুন ক্রিকেটারের। ম্যাচের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ''শ্রেয়সের মত ক্রিকেটারকে দলের বাইরে রাখা খুবই কঠিন। কিন্তু আমাদের একজন অল-রাউন্ডারের দরকার ছিল। যে ব্যাট করার পাশাপাশি বলটাও করতে পারবে। শ্রেয়স নিজেও এই ব্যাপারটা জানে। ও জানে আমাদের দলে কাকে প্রয়োজন। এই ধরনের প্রতিযোগিতা দলের মধ্যে থাকা খুব ভাল। এতে আমি খুশি।''
আরও আগে ম্যাচ জেতা যেত মনে করেন রোহিত
সাত বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় রোহিতের ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৫৭ রানে ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। অভিষেক ম্যাচেই দুটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রবি বিষ্নোই। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমানত্মক মেজাজে দেখা যায় রোহিতকে। মাত্র ১৯ বলে ৪০ রান করে আউট হওয়া ভারত অধিনায়ক মনে করেন আরও আগে ম্যাচ শেষ করে দেওয়া যেত। রোহিত বলেন, ''আমার মনে হয় ম্যাচটা আরও আগে শেষ করে দেওয়া যেত। তবে দল জেতায় আমি খুশি। এখান থেকে অনেকটা আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচে নামতে পারব আমরা।''
আরও পড়ুন: প্রথম টি২০ ম্যাচেও ৬ উইকেটে জিতল রোহিতের ভারত
আরও পড়ুন: মন জিতলেন নেপালের ক্রিকেটাররা, দেখুন ভিডিও
রবি বিষ্নোইয়ের প্রশংসায় রোহিত
তরুন ক্রিকেটার রবি বিষ্নোইয়ের প্রশংসা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ''রবি বিষ্নোই প্রতিভাবান ক্রিকেটার। সেই কারণে ওকে আমরা দলে সুযোগ দিতে দ্বিধা করিনি। ও অন্য বোলারদের থেকে আলাদা। এটা আমাদের চোখে পড়েছিল। ওর বোলিংয়ে বৈচিত্র রয়েছে, আর সেটাই ওকে বাকিদের থেকে আলাদা করেছে।''