Rohit Sharma Son: ছেলের নাম প্রকাশ্যে আনলেন রোহিতের স্ত্রী, জানেন সেই নামের মানে কী?

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজের মাঝেই জন্ম হয়েছে রোহিত শর্মার ছেলের। এবার সেই সদ্যজাত সন্তানের নাম প্রকাশ্যে এল। রবিবার সকালে রোহিত শর্মারা যখন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত তখনই সকলের সামনে বড় খবর সামনে আনলেন তাঁর স্ত্রী রিতিকা সাজদেহ। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন রোহিতের স্ত্রী। সেখানেই ছেলের নাম জানান তিনি। 

Advertisement
ছেলের নাম প্রকাশ্যে আনলেন রোহিতের স্ত্রী, জানেন সেই নামের মানে কী? rohit sharma ritika sajdeh

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) পাঁচ ম্যাচের সিরিজের মাঝেই জন্ম হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ছেলের। এবার সেই সদ্যজাত সন্তানের নাম প্রকাশ্যে এল। রবিবার সকালে রোহিত শর্মারা যখন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত তখনই সকলের সামনে বড় খবর সামনে আনলেন তাঁর স্ত্রী রিতিকা সাজদেহ (Ritika Sajdeh)। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন রোহিতের স্ত্রী। সেখানেই ছেলের নাম জানান তিনি। 

কী নাম রাখলেন ছেলের?
দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। সে কারণে পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে খেলতে পারেননি ভারতীয় দলের ক্যাপ্টেন। এবার প্রকাশ্যে এল রোহিত শর্মার ছেলের নাম। রোহিত তাঁর পুত্রসন্তানের নাম অহন রেখেছেন।  

জানেন এই অহন শব্দের মানে কী?

ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। আর এ মাসেই রয়েছে বড়দিন। তার অনেক আগেই শর্মা পরিবারে উৎসবের আমেজ। আর তা বোঝাতেই এক্টি ছবি শেয়ার করেন রিতিকা। এই ছবিতে তিনি রোহিতকে রো, রিতিকারে রিৎজ, মেয়ের নাম স্যামি এবং ছেলের নাম অহন বলে উল্লেখ করেছেন। 'অহন' এটি একটি হিন্দু নাম। যার অর্থ 'জাগরণ', 'চেতনা' বা 'সচেতনতা'। এটি সংস্কৃত শব্দ আহা থেকে এসেছে, যার অর্থ 'জাগানো'। আহান নামের আরও কয়েকটি অর্থ হল – ভোর, সূর্যোদয়, সকালের মহিমা, আলোর প্রথম রশ্মি এবং যিনি নিজেই সময়ের প্রকৃতি। 

রিতিকার পোস্ট
রিতিকার পোস্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর, বিরাট সমালোচনার মুখে পড়তে হয়েছিল রোহিতকে। এরপর অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে তাঁর না থাকা নিয়েও ওঠে নানা কথা। তবে তিনি স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন। সে কারণেই পারথ টেস্ট থেকে নিজেকে সরিয়ে রাখেন। সবচেয়ে মজার কথা হল, ক্যাপ্টেন না থাকলেও ভারতীয় দল বিরাট ব্যবধানে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে দেয়। 

৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্য়াচ। অ্য়াডিলেডে আয়োজিত দিন-রাতের এই টেস্ট ম্য়াচটি গোলাপি বলে খেলা হবে। এই টেস্ট ম্য়াচেই মাঠে নামবেন হিটম্য়ান। 

Advertisement

সেই ম্যাচে তিনি কেমন ফর্মে থাকেন সেটাই এখন দেখার। তবে ভক্তদের আশা, বিরাট কোহলির মতো ছন্দে ফিরবেন রোহিতও। রোহিতের অনুপস্থিতিতে পারথ টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করেছিলেন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল। রোহিত ফেরার পর দলের ওপেনিং কম্বিনেশন কী হয়, সেটাই আপাতত দেখার।

POST A COMMENT
Advertisement