scorecardresearch
 

Rohit Sharma: 'বিশ্বকাপ জেতাই লক্ষ্য...' অবসর নিয়ে মুখ খুললেন রোহিত

একদিন বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পর থেকেই সামনে আসতে শুরু করেছিল নানা তথ্য। জল্পনা চলছিল, অবসর নিয়ে নিতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) কি তিনি ভারতীয় দলকে (Team India) নেতৃত্ব দেবেন? তা নিয়েও শোনা যাচ্ছিল নানা রকম খবর। তবে সেই সমস্ত খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন খোদ রোহিত শর্মা। 

Advertisement
রোহিত শর্মা রোহিত শর্মা
হাইলাইটস
  • কবে অবসর নেবেন রোহিত?
  • টি২০ বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন রোহিত

একদিন বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পর থেকেই সামনে আসতে শুরু করেছিল নানা তথ্য। জল্পনা চলছিল, অবসর নিয়ে নিতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) কি তিনি ভারতীয় দলকে (Team India) নেতৃত্ব দেবেন? তা নিয়েও শোনা যাচ্ছিল নানা রকম খবর। তবে সেই সমস্ত খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন খোদ রোহিত শর্মা। 

বিশ্বকাপ জিততে মরিয়া রোহিত
ভারত অধিনায়ক রোহিত শর্মা আরও একবার স্পষ্ট করেছেন এই মুহূর্তে অবসরের কথা ভাবছেন না এবং দলের হয়ে বিশ্বকাপ জিততে আগ্রহী। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন অনুষ্ঠানের বিশেষ সংস্করণে শিরান এবং গৌরব কাপুরের সঙ্গে কথা বলার সময়, রোহিতকে আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে রোহিত এও জানান যে আগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। তাঁর আশা, ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।

বিশ্বকাপ প্রসঙ্গে রোহিত বলেন, 'আমার কাছে ৫০ ওভারের বিশ্বকাপই আসল বিশ্বকাপ। আমরা সেই বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। সবচেয়ে বড় কথা, এটা আমাদের ঘরের দর্শকদের সামনে ভারতে হয়েছিল। আমরা সেই ফাইনাল পর্যন্ত খুব ভাল খেলেছি। যখন আমরা সেমিফাইনাল জিতেছি, আমি ভেবেছিলাম, এখন আমরা মাত্র এক ধাপ দূরে। আমরা সবকিছু ঠিকঠাক করছি। কিন্তু ফাইনামলেও ভালো খেলেও জিততে পারিনি।'

আরও পড়ুন

চলতি মাসেই ৩৭ বছরে পা দেবেন রোহিত শর্মা। ২০০৭ সালে ভারতের হয়ে অভিষেক হয় রোহিতের। প্রথম বেশ কয়েক বছর লড়াই করার পর ২০১৩ সালে ওডিআইতে ওপেনিং শুরু করেন তিনি। এরপর ২০১৯ সালে টেস্টে ইনিংস ওপেন করার সুযোগ পান। তিন ফরম্যাটেই রোহিত এখন ভারতের অধিনায়ক। আইপিএলের পর জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। রোহিতের অধিনায়কত্বেই টুর্নামেন্টে নামবে ভারতীয় দল। সাদা বলের ক্রিকেটে রোহিতের বিকল্প খুঁজে বের করা এখনও কঠিন কাজ।

Advertisement

Advertisement