scorecardresearch
 

Rohit Sharma: ঈশান-শ্রেয়সদের টেস্ট কেরিয়ার কি শেষ? রোহিত শর্মা বললেন...

ঈশান কিষানদের বারবার সতর্ক করা হলেও, তাঁরা ঘরোয়া ক্রিকেট খেলছেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্যাজ জিতে নাম না করেই, ঈশান কিশান ও শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। এই সিরিজে ভারতীয় দলে খেলেননি অনেক সিনিয়র ক্রিকেটার। সেই তালিকায় যেমন রয়েছেন বিরাট কোহলি তেমনই আছেন কেএল রাহুল, মহম্মদ শামির মত তারকারা। ঘরের মাঠে সিরিজ হলেও, বাজবলের বিরুদ্ধে এই সিরিজ জেতা একেবারেই সহজ ছিল না টিম ইন্ডিয়ার পক্ষে। তবে সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দীপরা নিজেদের প্রমাণ করেছেন বড় মঞ্চে।

Advertisement
শ্রেয়স আইয়ার, ঈশান কিশান ও রোহিত শর্মা শ্রেয়স আইয়ার, ঈশান কিশান ও রোহিত শর্মা
হাইলাইটস
  • শ্রেয়স-ঈশানদের নিয়ে বার্তা দিলেন রোহিত
  • ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জেতার পরেই মুখ খুললেন ক্যাপ্টেন

ঈশান কিষানদের বারবার সতর্ক করা হলেও, তাঁরা ঘরোয়া ক্রিকেট খেলছেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্যাজ জিতে নাম না করেই, ঈশান কিশান ও শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। এই সিরিজে ভারতীয় দলে খেলেননি অনেক সিনিয়র ক্রিকেটার। সেই তালিকায় যেমন রয়েছেন বিরাট কোহলি তেমনই আছেন কেএল রাহুল, মহম্মদ শামির মত তারকারা। ঘরের মাঠে সিরিজ হলেও, বাজবলের বিরুদ্ধে এই সিরিজ জেতা একেবারেই সহজ ছিল না টিম ইন্ডিয়ার পক্ষে। তবে সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দীপরা নিজেদের প্রমাণ করেছেন বড় মঞ্চে।

লাগাতার খারাপ ফর্মে থাকা শ্রেয়স আইয়ার ও ঈশান কিশানদের বাদ দিয়ে রঞ্জি খেলার পরামর্শ দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। কোচ রাহুল দ্রাবিড়, বোর্ড সচিব জয় শাহ সকলেই নির্দেশ দেন রঞ্জি খেলতে। তবে কোনও কথাই শোনেননি তাঁরা। আর এবার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা সরাসরি বলে দিলেন, যাদের টেস্ট ক্রিকেট খেলার ইচ্ছে নেই তাদের খেলিয়ে কোনও লাভ নেই। জাতীয় দলকে প্রাধান্য না দিয়ে IPL-এর জন্য মুখিয়ে থাকা ক্রিকেটারের সংখ্যা কম নয়। শুধু ঈশান কিশান, শ্রেয়স আইয়ার নন, তালিকায় রয়েছেন দীপক চাহারও। হার্দিক পান্ডিয়া গত ২ বছর ধরে টেস্ট খেলার জন্য় নিজের ফিটনেস আনতে পারেননি। এদের পাশাপাশি রয়েছেন সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দীপ, মুকেশ কুমাররা। যারা তরুণ হলেও প্রাধান্য দেন টেস্ট ক্রিকেটকে। এবং এই ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছেন।

রাঁচি টেস্টের পর রোহিত বলেন, 'যাদের টেস্ট ক্রিকেটে খিদে নেই, তাদের দেখেই বোঝা যায়। ওদের খেলানোর কী দরকার? দলে এমন কেউ নেই যার মধ্যে খিদে নেই। যারা এখানে আছেন আর যারা নেই তারা সবাই খেলতে চায়। তবে টেস্ট ক্রিকেটে সুযোগ অনেক কম প্লেয়ার পান। যদি সেটাকে ব্যবহার করতে না পারো, তাহলে যাও এখান থেকে।’
     

আরও পড়ুন

Advertisement

Advertisement