scorecardresearch
 

Virat Kohli Anushka Sharma: কোহলির পরিবারে খুশির হাওয়া, ফের মা হচ্ছেন অনুষ্কা ?

ফের বাবা হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)? বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) কি গর্ভবতী? এমনটাই শোনা যাচ্ছে। ইংরেজি পোর্টাল হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুসারে, ফের সন্তানের জন্ম দিতে চলেছেন তারকা দম্পতি। 

Advertisement
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

ফের বাবা হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)? বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) কি গর্ভবতী? এমনটাই শোনা যাচ্ছে। ইংরেজি পোর্টাল হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুসারে, ফের সন্তানের জন্ম দিতে চলেছেন তারকা দম্পতি।

 
মুম্বইতে এক ক্লিনিকের পাশে দেখা যায় বিরাট ও অনুষ্কাকে (Virushka)। সেই সময় যারা ছবি তুলছিলেন তাঁদের ছবি না তোলার অনুরোধ করেন তারকা দম্পতি। শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা অনুষ্কা। গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। পাশাপাশি, তাঁরা নাকি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে রটে গিয়েছে। সূত্রের খবর, এখনই তাঁরা ঘোষণা করতে চাইছেন না। শেষদিকে ঘোষণা করেছিলেন তাঁরা। এখনও গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তাঁরা।

কিছুদিন আগেই গনেশ পুজোয় (Ganesh Puja) দেখা গিয়েছিল বিরাট ও অনুষ্কাকে। ২০২১ সালে প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। আর দুই বছর পরে কি আবার সন্তানের জন্ম দিচ্ছেন তারকা দম্পতি? কেবল একটিবারই 'ভুলবশত' ক্রিকেট ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের জানালা দিয়ে ক্যামেরায় উঠে গিয়েছিল ভামিকার মুখশ্রীর ছবি। এবার সেই ভামিকারই হবে ভাই কিংবা বোন। তা নিয়ে যদিও নিশ্চিত কিছুই জানাননি 'বিরুষ্কা'।

আরও পড়ুন

অনুষ্কা শর্মার প্রেগন্যান্সির খবরও পাওয়া যাচ্ছে বাতাসে। অনুরাগীরা এখন অপেক্ষায় আছেন, কবে সুখবরটি নিজে মুখে বলবেন বিরাট-অনুষ্কা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সিরিজ জিতে গিয়েছে ভারতীয় দল। এবার সামনে বিশ্বকাপ। প্রথম ম্যাচেই ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে বিরাট কোহলির ভারতীয় দল। ১১ বছর পর ঘরের মাঠে টিম ইন্ডিয়ার (Team India) সামনে সুযোগ বিশ্বকাপ জেতার। দারুণ ছন্দে রয়েছেন ভারতের রান মেশিন। এবারের বিশ্বকাপেও বড় রান করার লক্ষ্যে বিরাট। তাঁর রান পাওয়া ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।  

Advertisement

   
 

Advertisement