Bappi Lahiri Death:'বাপ্পিদা'র প্রয়াণে ট্যুইট সচিন-বিরাটদের, কী লিখলেন?

শোক জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। শোক বার্তায় তিনি লিখেছেন, 'ভারতের সঙ্গীত জগতের এক আইকনের মৃত্যু হল। বাপ্পি দা তোমাকে মিস করব। রেস্ট ইন পিস।'

Advertisement
'বাপ্পিদা'র প্রয়াণে ট্যুইট সচিন-বিরাটদের, কী লিখলেন?বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোক প্রকাশ করলেন সচিন ও বিরাট
হাইলাইটস
  • বাপ্পি দাকে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর
  • বিরাট কোহলিও আবেগঘন টুইট করেছেন

বুধবার সকালে প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) প্রয়াণের খবর শুনে শোকাহত ভারতের ক্রিকেট মহল। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat KOhli), যুবরাজ সিং (Yuvraj Singh) টুইটারে শোক প্রকাশ করেছেন তাঁরা। কিছুদিন আগেই লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণের পর মঙ্গলবার প্রয়াত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবারেই ফের দুঃসংবাদ। আরও এক নক্ষত্র পতন। এবার অকালেই চলে গেলেন বাপ্পি লাহিড়ি। সচিন, বিরাট, যুবরাজ সকলের কাছেই অত্যন্ত পছন্দের ছিলেন বাপ্পি লাহিড়ি। সচিন তাঁর টুইটে জানিয়েছেন, ক্রিকেট খেলার সময় সাজঘরে তাঁর সঙ্গী ছিল বাপ্পি লাহিড়ির গান। টুইটারে সচিন লিখেছেন, 'আমি বাপ্পিদার গান উপভোগ করতাম। ড্রেসিংরুমে 'ইয়াদ আ রাহা হ্যায়' গানটা অনেক সময় শুনতাম।' ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন 'বাপ্পি দার প্রয়াত হওয়ার ঘটনায় মনটা ভেঙে গেল। ওঁর কাজ সব বয়সের মানুষ ভালবেসেছেন। বাপ্পি দাকে মানুষ দারুণ কিছু গানের জন্য মনে রাখবেন।'

 

শোক জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। শোক বার্তায় তিনি লিখেছেন, 'ভারতের সঙ্গীত জগতের এক আইকনের মৃত্যু হল। বাপ্পি দা তোমাকে মিস করব। রেস্ট ইন পিস।'

আরও পড়ুন: নিলামে বড় ভুল, মুম্বই বিড করলেও ক্রিকেটার চলে গেলেন দিল্লিতে!

আরও পড়ুন: আজ ইডেনে ভারত VS ওয়েস্ট ইন্ডিজ T20, কোথায়-কখন-কীভাবে দেখবেন ম্যাচ?


 মঙ্গলবার রাতেই 'অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায়' আক্রান্ত হন বাপ্পি লাহিড়ি। মাত্র ৬৯ বছর বয়সে মুম্বইয়ের ক্রিটিকেয়ার নার্সিংহোমে প্রয়াত হন তিনি। গত বছর কোভিড হয়েছিল তাঁর। সেই যুদ্ধে জিতে সুস্থ হয়ে উঠেছিলেন ভারতের প্রবাদপ্রতিম এই শিল্পী। তবে বুধবার শেষরক্ষা হল না। প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ি। বাপ্পি লাহিড়ি গত প্রায় এক বছর ধরে অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণে প্রায়ই হাসপাতালে যেতে হয় তাকে। বাপ্পী লাহিড়ীর মৃত্যুর পর বলিউড, রাজনীতি ও খেলাধুলার অনেক সেলিব্রিটি শ্রদ্ধা জানিয়েছেন।    

Advertisement

POST A COMMENT
Advertisement