scorecardresearch
 

Sahitya Aajtak Kolkata 2023: হরমনপ্রীদের হাতে উঠুক বিশ্বকাপ, স্বপ্নে বিভোর ঝুলন

দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ক্রিকেট খেলেছেন ভারতের মহিলা (Indian Women Cricket Team) দলের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তবুও বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। অবসর নেওয়ার পরও বিশ্বের মঞ্চে ভারতের মেয়েদের সাফল্য দেখতে চাইছেন ঝুলন। বিভিন্ন সিরিজে ভারতের মহিলা দল ভাল খেললেও এখনও অবধি বিশ্বকাপ জেতার স্বপ্ন সফল হয়নি ভারতের মহিলা দলের। 

Advertisement
ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী
হাইলাইটস
  • টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক ভারত
  • ভারতকে চ্যাম্পিয়ন দেখার স্বপ্ন ঝুলনের

দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ক্রিকেট খেলেছেন ভারতের মহিলা (Indian Women Cricket Team) দলের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তবুও বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। অবসর নেওয়ার পরও বিশ্বের মঞ্চে ভারতের মেয়েদের সাফল্য দেখতে চাইছেন ঝুলন। বিভিন্ন সিরিজে ভারতের মহিলা দল ভাল খেললেও এখনও অবধি বিশ্বকাপ জেতার স্বপ্ন সফল হয়নি ভারতের মহিলা দলের। 

হরমনপ্রীতদের হাতে বিশ্বকাপ দেখতে চান ঝুলন

সেই স্বপ্ন এবার সফল হোক চাইছেন ঝুলন। অবসর নেওয়ার পর এখন প্রাক্তন সতীর্থ হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) সাফল্য দেখতে চাইছেন ঝুলন। সাহিত্য আজতকের (Sahitya Aajtak Kolkata) মঞ্চে ভারতের অন্যতম সফল মহিলা ক্রিকেটার নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, 'স্বপ্ন সবসময়ই বদলে যায়। ভারতের মেয়েরা ইতিমধ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। তবে সিনিয়র দল এখনও বিশ্বকাপ জিততে পারিনি। সেটাই এবার দেখতে চাই।' মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ঝুলন ২০০২ সালে ভারতীয় দলে অভিষেক করেন। অবসর নেন ২০২২ সালে।

আরও পড়ুন:'আরও কয়েকটা টেস্ট খেলতে পারলে ভাল লাগত...', আক্ষেপ ঝুলনের

টি২০ বিশ্বকাপ খেলছেন হরমনপ্রীতরা

এই মুহূর্তে টি২০ বিশ্বকাপ খেলছে ভারতের মহিলা ক্রিকেট দল। গ্রুপ পর্যায়ে দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। সেখানে দুটি ম্যাচই জিতে গিয়েছে তারা। গত রবিবার পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারতীয় দল। সাত উইকেটে তারা হারায় পাক মহিলা দলকে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দারুণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এরপর ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতে ঝুলনকে খুশি করতে পারবেন কি না সেটাই এখন দেখার।    

আরও পড়ুন: 'ভুল' আউট বিরাটকে, রেগে লাল টিম ইন্ডিয়া; ফ্যানদের কটাক্ষ আম্পায়ার নীতিনকে  

নিজের কেরিয়ারে মাত্র ১২টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন ঝুলন। চেয়েছিলেন আরও বেশি টেস্ট খেলতে। ঝুলন বলেন, ''কম টেস্ট খেলা আমার জন্য আক্ষেপের। আসলে লাল বলে খেলা একটা আলাদা চ্যালেঞ্জ। অন্তত ২৫-৩০টা টেস্ট খেলার ইচ্ছে ছিল।'' কেন লাল বলে খেলা মিস করেন ঝুলন? সেই প্রশ্নের উত্তরও দেন চাকদহ এক্সপ্রেস। তিনি বলেন, 'লাল বলে খেলা খুব স্পেশাল। ভাল বল করতে পারলে আলাদা আনন্দ হয়। সেই জন্যই এটা স্পেশাল। কেন হল না এটা বলতে পারব না। তবে হয়নি এটাই সত্যি। ভারতের মেয়েদের টেস্টে রেকর্ডও কিন্তু বেশ ভাল ছিল।''

Advertisement

Advertisement