সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমনের মুখে পড়তে হল সাইনা নেহেওয়ালকে(Saina Nehwal )। আক্রমন করলেন 'রং দে বসান্তি' খ্যাত তামিল অভিনেতা সিদ্ধার্থ। টুইটারে 'যৌন ইঙ্গিতপূর্ণ' মন্তব্য করার অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। জার জেরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। জাতীয় মহিলা কমিশনের রোষানলেও পড়তে পারেন সিদ্ধার্থ।
কী বলেছিলেন সাইনা
পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিলো। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে ভয়ে গন্তব্যে না গিয়েই ফিরে আসতে হয় মোদিকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাইনা নেহওয়াল। দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় টুইট করেছিলেন ভারতীয় শাটলার। টুইটারে সাইনা লেখেন, 'কোন রাষ্ট্র নিজেকে নিরাপদ বলে দাবি করতে পারে না যদি তার দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আপস করা হয়। আমি কঠোর ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর হওয়া কাপুরুষোচিত হামলার নিন্দা জানাই।'
কুরুচিকর ইঙ্গিত দেওয়ার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে
সাইনার এই টুইট দেখে আক্রমণ করেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। তিনি লেখেন, 'আপনি বিশ্বের subtle cock চ্যাম্পিয়ন। ধন্যবাদ ঈশ্বর আমাদের ভারতকে রক্ষা করেছেন। আপনার লজ্জা হওয়া উচিত।' অভিনেতা'shuttlecock'-এর জায়গায়' subtle cock' লেখায় বিতর্ক শুরু হয়। 'রং দে বসন্তি' খ্যাত সিদ্ধার্থের এই মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে নানা মহলে। অনেকেই মনে করছেন, ইচ্ছে করে সাইনাকে যৌনতাপূর্ণ ইঙ্গিত দিতে চেয়েছেন সিদ্ধার্থ।
মহিলা কমিশনের অভিযোগ দায়ের
গোটা ঘটনায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। টুইটার ইন্ডিয়ার কাছে জানতে চান কেন সিদ্ধার্থের অ্যাকাউন্ট বন্ধ হবে না? টুইট করে তিনি লেখেন, 'একে উপযুক্ত সাজা দিতেই হবে। এই লোকটা টুইটারে কী করে রয়েছে? পুলিশের সঙ্গে যোগাযোগ করছি।'
অনেকেই অভিনেতাকে মনে করিয়ে দিয়েছেন সাইনা কীর্তি। ২০১২ সালের অলিম্পিক্সে ব্রোঞ্চ জেতার পর ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন তিনি। ফের ওই একই প্রতিযোগিতায় 20১৭ সালে ব্রোঞ্জ জেতার কীর্তি রয়েছে তাঁর। সাইনার উপরে হওয়া এই আক্রমণ ভালোভাবে নেননি তাঁর অনুরাগীরা। তীব্র ভাষায় সিদ্ধার্থের নিন্দা করেন তাঁরা। অনেকেই 'ফ্লপ অভিনেতা' বলে সিদ্ধার্থকে কটাক্ষ করতে থাকেন।