Saina Nehwal Net Worth: গ্যারেজে চোখ ধাঁধানো ফরচুনা-BMW, কত টাকা আয় করেন সাইনা?

বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে দিয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। এই ঘোষণার পরেই নানা আলোচনা শুরু হয়েছে সাইনা ও পুরাপল্লি কাশ্যপকে নিয়ে। ভারতের এই শাটলার জুটি গত সাত বছর ধরে একসঙ্গে ঘর করেছেন। তবে এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। জেনে নিন, সাইনার সম্পত্তি কত

Advertisement
গ্যারেজে চোখ ধাঁধানো ফরচুনা-BMW, কত টাকা আয় করেন সাইনা? সাইনা নেহওয়াল

বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করে দিয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। এই ঘোষণার পরেই নানা আলোচনা শুরু হয়েছে সাইনা ও পুরাপল্লি কাশ্যপকে নিয়ে। ভারতের এই শাটলার জুটি গত সাত বছর ধরে একসঙ্গে ঘর করেছেন। তবে এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। জেনে নিন, সাইনার সম্পত্তি কত   

কত টাকা রোজগার করেন সাইনা?

ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল তার স্বামী পারুপল্লি কাশ্যপের সাথে বিবাহবিচ্ছেদ করেছেন। রিপোর্ট অনুসারে, সাইনা নেহওয়ালের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ৪০ কোটি টাকা। তিনি প্রতি মাসে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা আয় করেন। খেলাধুলা ছাড়াও, তিনি বিজ্ঞাপন এবং ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমে আয় করেন। 

কোর্টের বাইরেও ভারতের শাটল কুইনের গাড়ির কালেকশন দেখার মতো। আর পাঁচটা তারকা ও স্পোর্টস সেলেব্রিটিদের মতোই তাঁরও গ্যারেজে রয়েছে দামি বিলাসবহুল গাড়ি।

 

সাইনার ইনস্টা স্টোরি
সাইনার ইনস্টা স্টোরি

টয়োটা ফরচুনার

আরামদায়ক ও বিলাসবহুল ৭ সিটার গাড়ি টয়োটা ফরচুনার। জাপানি সংস্থার তৈরি এই এসইউভি ব্যবহার করেন বহু অভিনেতা, অভিনেত্রী এবং ক্রিকেট তারকারা। সাইনা নেহওয়ালের সংগ্রহেও রয়েছে এই গাড়িটি। ৪টি সিলিন্ডারের বড় ২.৭ লিটারের ইঞ্জিন রয়েছে গাড়িতে। ব্লুটুথ কানেক্টিভিটি সহ বড় টাচস্ক্রিন, ৬টি স্পিকার, ডিভিডি প্লেয়ার, ডুয়াল অটোমেটিক এয়ার কন্ডিশনিং সিস্টেম সহ একগুচ্ছ ফিচার্স মিলবে গাড়িতে।

সাইনার গাড়ি
সাইনার গাড়ি

বিএমডাব্লিউ ও হুন্ডাই এসএইভি

জার্মান সংস্থার তৈরি দুর্ধর্ষ চার চাকা বিএমডাব্লিউ ৩ সিরিজ। গাড়িটি সর্বোচ্চ ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। এতে রয়েছে ৩ লিটার ইঞ্জিন। বিএমডাব্লিউ ৩ সিরিজ হল ৫ সিটার সেডান গাড়ি। এই বিলাসবহুল গাড়িটি সাইনা নেহওয়ালকে উপহার দিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ২০১২ সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার পর অন্ধ্রপ্রদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি চামুণ্ডেশ্বরী নাথ একটি অনুষ্ঠান আয়োজন করেন। এই অনুষ্ঠানেই গাড়িটি সাইনা নেহওয়ালকে উপহার দেন সচিন।

এছাড়াও ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়নশিপ জেতার পর তাঁকে নতুন এসইউভি উপহার দেয় দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল সংস্থা হুন্ডাই। 

Advertisement

POST A COMMENT
Advertisement