scorecardresearch
 

East Bengal Salman Khan: ইস্টবেঙ্গলে আসতে পারেন বলিউড সুপারস্টার সলমন, কবে?

ইস্টবেঙ্গলে (East Bengal) আসতে পারেন সলমন খান (Salman Khan)। ১৩ মে আসতে পারেন তিনি। ওইদিনই লাল-হলুদ তাঁবু ঘুরে দেখবেন তিনি। শতবর্ষের অনুষ্ঠানেও আসার কথা ছিল বলিউডের (Bollywood) ভাইজানের। তবে সেই সময় আসতে পারেননি তিনি। তবে এবার ইস্টবেঙ্গলের তাঁবুতে আসতে পারেন সলমন। 

Advertisement
ইস্টবেঙ্গলে সলমন খান ইস্টবেঙ্গলে সলমন খান
হাইলাইটস
  • ইস্টবেঙ্গলে আসতে পারেন সলমন
  • ১৩ মে আসতে পারেন বলিউড সুপারস্টার

ইস্টবেঙ্গলে (East Bengal) আসতে পারেন সলমন খান (Salman Khan)। ১৩ মে আসতে পারেন তিনি। ওইদিনই লাল-হলুদ তাঁবু ঘুরে দেখবেন তিনি। শতবর্ষের অনুষ্ঠানেও আসার কথা ছিল বলিউডের (Bollywood) ভাইজানের। তবে সেই সময় আসতে পারেননি তিনি। তবে এবার ইস্টবেঙ্গলের তাঁবুতে আসতে পারেন সলমন। 

লাইব্রেরি ঘুরে দেখবেন সলমন

আগেও ময়দানে এসেছেন বলিউড তারকা। মহমেডান স্পোর্টিং-এ (Mohammedan Sporting) এলেও লাল-হলুদ তাঁবুতে আসার সুযোগ হয়নি সলমনের। যদিও ক্লাব সূত্রের খবর, এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এর আগে অক্ষয় কুমার ও সোনাক্ষি সিনহাকে নিয়ে এসেছিলেন লাল-হলুদ কর্তারা। সেইসময় তাদের নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল। এবারও সেই উৎসব-উন্মাদনা আরও কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তিনি মাঠ, তাঁবু ও ক্লাবের নবনির্মিত লাইব্রেরিও ঘুরে দেখবেন সলমন। এমনটাই শোনা যাচ্ছে। সলমনের সঙ্গে তাঁর সূচী নিয়েও কথাবার্তা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের। শহরের বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে শো হওয়ারও কথা রয়েছে বলেই জানা যাচ্ছে। আর সেই তালিকায় থাকতে পারে ইস্টবেঙ্গল মাঠও।

আরও পড়ুন: কলকাতায় জমিয়ে ফুচকা খাচ্ছেন সুনীল-সোনম, VIRAL

আইএসএল-এর ভালো খেলতে পারেনি ইস্টবেঙ্গল

এই মরশুমেও আইএসএল-এ খুব ভালো খেলতে পারেনি ইস্টবেঙ্গল। গত তিন বছরে একবারও প্লে অফে যেতে পারেনি লাল-হলুদ। ব্যর্থ হওয়ায় ছাঁটাই হচ্ছেন স্টিফেন কনস্ট্যানটাইন। যদিও সুপার কাপ অবধি দায়িত্বে থাকছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। পরের মরশুমের কোচ ও ফুটবলার সই নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। 

আরও পড়ুন: অরিজিৎ সিংয়ের কনসার্ট? IPL-এর মেগা উদ্বোধনের প্রহর গোনা শুরু

শোনা যাচ্ছে, বেশ কয়েকজন কোচের সঙ্গে কথাবার্তা হয়েছে লাল-হলুদের। মনে করা হচ্ছে ইস্টবেঙ্গল কোচ হওয়ার দৌড়ে এগিয়ে সের্জিও লোবেরা। তবে প্রতিযোগিতায় উঠে আসছে আরও কিছু নাম। ক্লাবের পছন্দ আন্তোনিও লোপেজ হাবাস। শেষ মুহূর্তে তিনিই কোচের হটসিটে বসতে পারেন কিনা। লোবেরা ও হাবাস দুইজনেই ভারতীয় ফুটবলে বেশ সফল কোচ। হাবাস যেমন এটিকে-কে চ্যাম্পিয়ন করেছেন ঠিক একইভাবে ২০২০-২১ মরশুমে মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) লিগ শিল্ড ও আইএসএল (ISL) চ্যাম্পিয়ন করেন লোবেরা। এফসি গোয়ার (FC Goa) হয়েও ট্রফি জেতার রেকর্ড রয়েছে তাঁর। ২০১৮-১৯ এফসি গোয়াকে সুপার কাপ (Super Cup) চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। বার্সেলোনার যুব দলেও বহুদিন কোচিং করিয়েছেন লোবেরা। সাফল্যই ইস্টবেঙ্গল কোচ হওয়ার মাপকাঠি হতে চলেছে। বৈঠক শেষে দেবব্রত মুখোপাধ্যায়, 'আমরা সফল কোচকেই নিয়ে আসার ব্যাপারে কথা বলছি।'   

Advertisement


 

Advertisement