Sania Mirza Shoaib Malik Divorce: ডিভোর্স কি শুধুই গুঞ্জন? বড় ঘোষণা সানিয়া-শোয়েবের

প্রায় সকলেই যখন মনে করছেন এই ইন্দো-পাক জুটি ভাঙতে চলেছে, ঠিক সেই সময়ই বড় ঘোষণা করে দিলেন্দুই তারকা। সানিয়া মির্জা আর শোয়েব মালিককে ফের একসঙ্গে দেখা যাবে। তাঁরা একটি টক শো হোস্ট করতে চলেছেন। 

Advertisement
ডিভোর্স কি শুধুই গুঞ্জন? বড় ঘোষণা সানিয়া-শোয়েবেরশোয়েব মালিক ও সানিয়া মির্জা
হাইলাইটস
  • সানিয়া-শোয়েবের ডিভোর্স হয়ে যেতে পারে বলে শোনা গিয়েছিল
  • মির্জা মালিক শো হোস্ট করবেন দুই তারকা

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা আর পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিয়ে ভাঙার খবর নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। প্রায় সকলেই যখন মনে করছেন এই ইন্দো-পাক জুটি ভাঙতে চলেছে, ঠিক সেই সময়ই বড় ঘোষণা করে দিলেন্দুই তারকা। সানিয়া মির্জা আর শোয়েব মালিককে ফের একসঙ্গে দেখা যাবে। তাঁরা একটি টক শো হোস্ট করতে চলেছেন। 

নতুনেই শোয়ের নামও জানিয়েছেন দুই তারকা। 'মির্জা মালিক শো'-এর পোস্টারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানি চ্যানেলে দেখা যাবে এই শো। 

কিছুদিন ধরেই শোয়েব মালিক ও সানিয়া মির্জার সম্পর্কে ফাটল ধরার কথা প্রচার হতে থাকে বিভিন্ন মিডিয়ায়। এমনকি এটাও শোনা যাচ্ছিল, পাকিস্তানের অলরাউন্ডার না কি ভারতের টেনিস সুন্দরীকে প্রতারণা করেছেন। কিছু দিনের মধ্যেই না কি তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তবে এ বিষয়ে সানিয়া ও শোয়েবের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। তবে এরই মধ্যে নতুন শো-র কথা ঘোষণা করা হয়েছে। 

ডিভোর্স নিয়ে উত্তর পাওয়া যেতে পারে টক শো-তে

মডেল আয়েশা ওমরের সঙ্গে যুক্ত হচ্ছে শোয়েব মালিকের নাম। মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে শোয়েব ও আয়েশা একে অপরকে ডেট করছেন। এ কারণে সানিয়া ও শোয়েবের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদও হয়ে গেছে। কিন্তু এখন নতুন শো ঘোষণা করায় ভক্তদের মধ্যে সাসপেন্স বেড়েছে যে সত্যিই দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে কি না? নাকি দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে? এসব প্রশ্নের উত্তর হয়তো টক শো এলেই পাওয়া যাবে। 

২০১০ সালে বিয়ে করেন সানিয়া-শোয়েব

শোয়েব মালিক এবং সানিয়া মির্জা ১২ এপ্রিল ২০১০ হায়দ্রাবাদে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। শোয়েব মালিককে বিয়ে করায় দেশজুড়ে প্রতিবাদও হয়েছিল সানিয়ার। শোয়েব মালিকের সাথে তার বিয়ের আগে সানিয়া সোহরাব মির্জার সাথে বাগদান করেছিলেন, যিনি তার বাল্যবন্ধু ছিলেন। কিন্তু কোনো এক কারণে শোয়েব-সানিয়ার বাগদান ভেঙে যায়। ২০১৮ সালে, সানিয়া এবং শোয়েব বাবা-মা হন। 

Advertisement

POST A COMMENT
Advertisement