scorecardresearch
 

India vs New Zealand 2nd Test: বোঝেননি পান্তও, রোহিতকে DRS নিতে বাধ্য করে উইকেট দিলেন সরফরাজ; VIRAL VIDEO

উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে সেই উইকেটের পেছনে বড় অবদান রাখলেন সরফরাজ খান ও বিরাট কোহলি। উইল ইয়ং ও ডেভন কনওয়ে তখন উইকেটে জমে গিয়েছেন। উইকেট শুস্ক হলেও প্রথম দিনেই স্পিনাররা খুব বেশি সাহায্য পাচ্ছেন এমনটা নয়। এই অবস্থায় উইকেট তুলে নেন ভারতের অন্যতম সফল স্পিনার। লাঞ্চের আগে ভাঙেন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা এই জুটি।

Advertisement
উচ্ছ্বাস সরফ্রাজের উচ্ছ্বাস সরফ্রাজের

উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে সেই উইকেটের পেছনে বড় অবদান রাখলেন সরফরাজ খান ও বিরাট কোহলি। উইল ইয়ং ও ডেভন কনওয়ে তখন উইকেটে জমে গিয়েছেন। উইকেট শুস্ক হলেও প্রথম দিনেই স্পিনাররা খুব বেশি সাহায্য পাচ্ছেন এমনটা নয়। এই অবস্থায় উইকেট তুলে নেন ভারতের অন্যতম সফল স্পিনার। লাঞ্চের আগে ভাঙেন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা এই জুটি।

কী ঘটেছিল?
২৩তম ওভারের শেষ বলে ঘটে এই ঘটনা। সেই সময় ১৮ রান করে ব্যাট করছিলেন ইয়ং। একটা বল লেগ সাইডে পড়ে যায়। বলটা খেলতে গিয়েও ছেড়ে দেওয়ার চেষ্টা করেন কিয়ুই ব্যাটার। তবে তাঁর গ্লাভসে লেগে বল চলে যায় উইকেটকিপার ঋষভ পান্তের নিরাপদ দস্তানায়। তবে বল যে ইয়ং-এর গ্লাভসে লেগেছে তা বুঝতে পারেননি রোহিত এমনকি পান্তও। আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে কাছাকাছি দাঁড়িয়ে থাকা সরফরাজ নিশ্চিত ছিলেন আউট হ্যেছে। বিরাট কোহলিও বলতে থাকেন রিভিউ নিতে। দুই সতীর্থের আবেদন ফেলতে পারেননি রোহিত।

রিভিউ নেওয়ার পর দেখা যায়, বল পান্তের হাতে যাওয়ার আগে ইয়ং-এর হাতে লেগেছে। এই ভিডিও দেখার পরেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়। সকলেই প্রশংসা করতে থাকেন সরফরাজ ও বিরাটের। তবে নিউজিল্যান্ড দারুণ শুরু করেছে এই টেস্টেও। টস জেতাটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ব্যাট নেওয়ার ফলে ভারতীয় দলকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামতে হবে। সেই সময় পিচ ভেঙে যাবে। পাশাপাশি নিউজিল্যান্ডও প্রথম ইনিংসে একের পর জুটি গড়ে বড় রানের দিকে এগিয়ে যেতে পারবে। সেই চাপ কীভাবে ভারতের ব্যাটিং লাইনআপ সামলাতে পারে সেটাই দেখার।

ভারতীয় দলে একাধিক বদল

ভারতীয় দল থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ, কেএল রাহুল ও কুলদীপ যাদব। এই তিনজনের জায়গায় ভারতীয় দলে ফিরেছেন আকাশ দীপ, শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর।          

Advertisement