scorecardresearch
 

Rohit Sharma and Ritika Sajdeh: রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে সীমা খানের এই সম্পর্ক আছে, জানেন কি?

টিম ইন্ডিয়া (Team India) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে সীমা খানের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সীমা খান কর্নারস্টোন স্পোর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের মালিক বান্টি সাজদেহের বোন। বান্টি সাজদেহ এবং সীমা খান হলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহের খুড়তুতো ভাই এবং বোন। অর্থাৎ সীমা খান হলেন রোহিতের শ্যালিকা। 

Advertisement
সীমা খান ও রোহিত শর্মা সীমা খান ও রোহিত শর্মা
হাইলাইটস
  • সীমা খান রোহিতের শ্যালিকা
  • বিয়ে ভাঙছে সোহেল খানের

বলিউড তারকা সালমান খানের (Salman Khan) ছোট ভাই সোহেল খানের (Sohail Khan) বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। সোহেল ও তাঁর স্ত্রী সীমা খানের বিবাহিত জীবন শেষের পথে। খবর অনুযায়ী, শুক্রবার সোহেল ও সীমা পারিবারিক আদালতে হাজির হন এবং দুজনেই বিবাহবিচ্ছেদের আবেদনও করেছেন। তাদের দুই ছেলে, নির্ভানা ও ইয়োহান। 

সীমা খান পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। ১৯৯৮ সালে সীমা ও সোহেলের বিয়ে হয়। তখন এই বিয়ের পক্ষে ছিলেন না সীমা খানের পরিবারের সদস্যরা। সীমার পরিবারের সদস্যরা চাননি সীমা অন্য ধর্মের ছেলেদের বিয়ে করুক। কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়ে সোহেল খানের সঙ্গে পালিয়ে বিয়ে করেন সীমা।

টিম ইন্ডিয়া (Team India) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে সীমা খানের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সীমা খান কর্নারস্টোন স্পোর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের মালিক বান্টি সাজদেহের বোন। বান্টি সাজদেহ এবং সীমা খান হলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহের খুড়তুতো ভাই এবং বোন। অর্থাৎ সীমা খান হলেন রোহিতের শ্যালিকা। 

২০০৮ সালে প্রতিষ্ঠিত, কর্নারস্টোন হল খেলাধুলা এবং বিনোদনের ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানীয় এই সংস্থা। বিরাট কোহলির পাশাপাশি, কেএল রাহুল, উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা, যুবরাজ সিং, কুলদীপ যাদব, ঋষভ পান্ত এবং শুভমান গিল-এর মতো সুপরিচিত ক্রিকেটাররা এই সংস্থায় যোগ দিয়েছেন।

আরও পড়ুন:  'ধোনি মাঝরাতেও অবসর নিতে পারেন,' বলছেন শোয়েব

আরও পড়ুন: লাবুশেনের বল সোজা স্টোকসের পেটে! ব্যথায় কাতরে শুয়ে পড়লেন...

আইপিএলের চলতি মরশুমে ব্যস্ত রয়েছেন রোহিত। তবে অধিনায়কত্ব ও ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ তিনি। রোহিত শর্মা আইপিএল ২০২২-এ ১২ ম্যাচে ১৮.১৬ গড়ে ২১৬ রান করেছেন। এই সময়ে, রোহিতের স্ট্রাইক রেট হল ১২৫.২৮ এবং সেরা স্কোর হল ৪৩ রান। 

Advertisement

Advertisement