scorecardresearch
 

East Bengal: এখনও সই-ই হল না লোবেরার, ইস্টবেঙ্গলে চলছে কী?

পরের মরশুমে সের্জিও লোবেরা (Sergio Lobera) যে ইস্টবেঙ্গলে (East Bengal) আসছেন তা এক প্রকার নিশ্চিত। তবে চুক্তি সই না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত করে বলা যায় না। দুই পক্ষের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও এখনও সই হয়নি। ফলে কোচের নাম ঘোষণা করা যায়নি। কবে পরের মরশুমের কোচের নাম ঘোষণা করবে লাল-হলুদ? কেনই বা দেরি হচ্ছে কোচ হিসেবে লোবেরার নাম জানাতে?

Advertisement
সের্জিও লোবেরা সের্জিও লোবেরা
হাইলাইটস
  • এখনও সই হয়নি লোবেরার
  • ইস্টবেঙ্গলের কোচ নিয়ে কবে ঘোষণা?

পরের মরশুমে সের্জিও লোবেরা (Sergio Lobera) যে ইস্টবেঙ্গলে (East Bengal) আসছেন তা এক প্রকার নিশ্চিত। তবে চুক্তি সই না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত করে বলা যায় না। দুই পক্ষের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও এখনও সই হয়নি। ফলে কোচের নাম ঘোষণা করা যায়নি। কবে পরের মরশুমের কোচের নাম ঘোষণা করবে লাল-হলুদ? কেনই বা দেরি হচ্ছে কোচ হিসেবে লোবেরার নাম জানাতে?

NOC পাননি লোবেরা
সিটি গ্ৰুপের ক্লাব চিনের  ক্লাব সিচুয়ান ক্লাবে কোচিং করাচ্ছিলেন লোবেরা। সেই ক্লাবের পক্ষ থেকে এখনও রিলিজ দেওয়া হয়নি মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) চ্যাম্পিয়ন করানো কোচ। ফলে লোবেরার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি সই হতে আরও এক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এর মাঝেই শোনা যাচ্ছিল, ইস্টবেঙ্গলের পাশাপাশি লোবেরাকে দলে নেওয়ার জন্য লড়াইয়ে রয়েছে ওড়িশা এফসিও। সে জল্পনা কিছুটা হলেও সঠিক। তবে এখন নয়, অনেক আগেই ওড়িশার সঙ্গে লোবেরার কথা হয়েছে। তবে সেই কথাবার্তা বেশিদূর এগোয়নি বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সুদিন ফিরবে? লোবেরার 'সাকসেস রেট' ভালই

ইস্টবেঙ্গলে চূড়ান্ত লোবেরা
সমস্ত দিক থেকেই ইস্টবেঙ্গলে আসা প্রায় চূড়ান্ত লোবেরার। ইমামি ইস্টবেঙ্গল কর্তারা জানিয়েছিলেন, তাঁরা আইএসএল (ISL) জেতা কোচকেই দলের দায়িত্ব দিতে চান। সেই সময়ই বোঝা গিয়েছিল, ইমামির পছন্দের গাম্বাউ নন, দলের দায়িত্বে আসতে পারেন অন্যকেউ। ক্লাবের পক্ষ থেকে পছন্দের কোচদের যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে নাম ছিল লোবেরা ও আন্তনিও লোপেজ হবাসের। প্রাক্তন মোহনবাগান কোচকে পেছনে ফেলে এরপর লড়াইয়ে এগিয়ে আসেন লোবেরা।

আরও পড়ুন: মোহনবাগান VS ইস্টবেঙ্গল, আজ নজরে ছোটদের ডার্বি

সুপার কাপের পরই দায়িত্ব নেবেন স্প্যানিশ কোচ
সুপার কাপের পরই কোচের দায়িত্ব থেকেই সরছেন স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)। নতুন মরশুমে দায়িত্ব নেবেন লোবেরা। তবে এখনও সরকারি ঘোষণা হয়নি। শুধু কোচ নির্বাচন নয়, ফুটবলার সই করাতেও ঝাঁপিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। একের পর এক তারকা ভারতীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ ক্লাব। 

Advertisement

Advertisement