scorecardresearch
 

Shah Rukh Khan: কবে অভিনয় ছাড়বেন শাহরুখ? ধোনিকে টেনে যা বললেন কিং খান

শাহরুখ খান (Shahrukh Khan) এক দশকেরও বেশি সময় পর আইফা অ্যাওয়ার্ডের (IIFA Awards 2024) হোস্ট হিসাবে প্রত্যাবর্তন করেছেন। ইভেন্ট চলাকালীন, সহ-হোস্ট করণ জোহর (Karan Johar) তাঁকে অবসরের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেছিলেন, এর উত্তরে এসআরকে (SRK) যা বললেন তাতে অবাক সকলেই। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) উদাহরণ টেনেছেন বলিউডের বাদশা। পাশাপাশি নিজেকে এমএস ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গেও তুলনা করেছেন শাহরুখ।

Advertisement
শাহরুখ খান ও মহেন্দ্র সিং ধোনি শাহরুখ খান ও মহেন্দ্র সিং ধোনি

শাহরুখ খান (Shahrukh Khan) এক দশকেরও বেশি সময় পর আইফা অ্যাওয়ার্ডের (IIFA Awards 2024) হোস্ট হিসাবে প্রত্যাবর্তন করেছেন। ইভেন্ট চলাকালীন, সহ-হোস্ট করণ জোহর (Karan Johar) তাঁকে অবসরের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেছিলেন, এর উত্তরে এসআরকে (SRK) যা বললেন তাতে অবাক সকলেই। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) উদাহরণ টেনেছেন বলিউডের বাদশা। পাশাপাশি নিজেকে এমএস ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গেও তুলনা করেছেন শাহরুখ।

কী বলেছেন শাহরুখ?

অনুষ্ঠান চলাকালীন করণ জোহরের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, 'কিংবদন্তিদের সবচেয়ে বড় গুণ হল তারা জানেন কখন থামতে হবে এবং কখন অবসর নিতে হবে। সচিন তেন্ডুলকর, ফুটবলার সুনীল ছেত্রী এবং দুর্দান্ত টেনিস খেলোয়াড় রজার ফেডেরারের মতো তারকাদের দেখুন। তারা সবাই জানে কখন অবসর নিতে হবে। এখন আমি মনে করি তোমার (করণ) অবসর নেওয়ার সময় এসেছে।' এরপর শাহরুখ আরও বলেন, 'আমি একজন ভিন্ন ধরনের কিংবদন্তি। অনেকটা এমএস ধোনির মতো। খেলব না বলার পরেও, ধোনি আইপিএলের ১০টি মরসুম খেলে ফেলেছে।' 

আরও পড়ুন

শাহরুখ খান চিরকালই ধোনির মারাত্মক ফ্যান। শোনা যায়, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) থেকে ধোনিকে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata knight Riders) আনতে চেয়েছিলেন। তবে রাজি হননি এমএস ধোনি। তবে সুসম্পর্ক থেকে গিয়েছে আজও। যা আরও একবার প্রমাণিত হল।

ভিকি কৌশল তখনই শাহরুখ খানের কথা সমর্থন করে বলেন, 'অবসর কিংবদন্তিদের জন্য, রাজারা চিরকালের।' কিং খানকে জওয়ান সিনেমায় দারুণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন। পুরস্কার নিতে যাওয়ার আগে, পরিচালক মণি রত্নমের পা ছুঁয়ে মঞ্চে ওঠেন শাহরুখ।

Advertisement

২৭ সেপ্টেম্বর আবুধাবিতে আইফা অ্যাওয়ার্ডস শুরু হয়। তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিন শুরু হয় আইফা উৎসবম, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাদের সম্মান জানানো হয় এদিন। সামান্থা রুথ প্রভু, ঐশ্বরিয়া রাই বচ্চন, চিরঞ্জীবী এবং ননীসহ অন্যান্যরা ইভেন্টে বড় পুরস্কার জিতেছেন।  

Advertisement