scorecardresearch
 

India vs South Africa 2nd ODI: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট বাংলার শাহবাজের, VIDEO

নিজের চতুর্থ ওভারের চতুর্থ ওভারে উইকেট তুলে নেন বাংলার অলরাউন্ডার। সোজা বল লেগ সাইডের দিকে ঠেলতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার মালান। বল ব্যাটে না লেগে সোজা পেছনের পায়ের থাইতে লাগে। জোরাল আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি।

Advertisement
শাহবাজ আহমেদ শাহবাজ আহমেদ
হাইলাইটস
  • প্রথম উইকেট তুলে নিলেন শাহবাজ
  • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হল তাঁর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নিজের চতুর্থ ওভার বল করতে এসেই আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম উইকেট নিলেন বাংলার শাহবাজ আহমেদ ( Shahbaz Ahmed)। দশম ওভারে বল করতে এসে ধীরে ধীরে বিপজ্জনক হয়ে ওঠা জানেমন মালানের (Janneman Malan) উইকেট তুলে নিলেন শাহবাজ। 

কী ভাবে উইকেট তুললেন শাহবাজ?

নিজের চতুর্থ ওভারের চতুর্থ ওভারে উইকেট তুলে নেন বাংলার অলরাউন্ডার। সোজা বল লেগ সাইডের দিকে ঠেলতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার মালান। বল ব্যাটে না লেগে সোজা পেছনের পায়ের থাইতে লাগে। জোরাল আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। সঞ্জু স্যামসন ও শাহবাজের সঙ্গে কথা বলে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক শিখর ধাওয়ান। ধোনির শহরে এসে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন ধাওয়ান স্যামসনরা। কিছুক্ষণের মধ্যেই তা প্রমাণিত হয়। বল ব্যাটে লাগেনি। সোজা পড়ে প্যাডে লাগে। আউট দেওয়া হয় মালানকে।

আরও পড়ুন: ধোনির শহরে অভিষেক বাংলার শাহবাজের, আর কারা দলে?

প্রথম উইকেট পেয়ে দারুণ খুশি শাহবাজ। খুশি ভিভিএস লক্ষণ ও সাইরাজ বাহুতুলেও। প্রথম পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৪০ রান করে দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হন মালান। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেশব মহারাজ। ৭ রানের মাথাতেই প্রথম উইকেট হারায় তারা। আট বল খেলে ৫ রান করে আউট হন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ওপেনার কুইন্টন ডি কক।   

Advertisement

আরও পড়ুন: 'ভালবাসার টানে...' পন্তরা অস্ট্রেলিয়া পৌঁছাতেই উড়ে গেলেন ঊর্বশীও! জল্পনা তুঙ্গে

ভারতের প্লেয়িং-১১: শিখর ধাওয়ান, শুভমান গিল, ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আভেশ খান।


দক্ষিণ আফ্রিকার প্লেয়িং-১১: জানেমান মালান, কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিক্স, আইদান মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, বোর্ন ফরচুইন, কাগিসো রাবাদা, এনরিক নরসিয়া

Advertisement