Shakib Al Hasan: বাংলাদেশের অরাজকতা নিয়ে গর্জে উঠলেন ক্রিকেটার সাকিব, তুলেন হিন্দু দীপু দাসের প্রসঙ্গও

এখনও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন। কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে দেশ ছাড়া। নিজের দেশের অবস্থা নিয়ে উদ্বিগ্ন কিংবদন্তি অল রাউন্ডার সাকিব আল হাসান। দীপু দাস ও ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দুঃখিত সাকিব। ফেসবুকে পোস্ট করে এ ব্যাপারে নিজের উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

Advertisement
বাংলাদেশের অরাজকতা নিয়ে গর্জে উঠলেন ক্রিকেটার সাকিব, তুলেন হিন্দু দীপু দাসের প্রসঙ্গওShakib Al Hasan

এখনও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন। কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে দেশ ছাড়া। নিজের দেশের অবস্থা নিয়ে উদ্বিগ্ন কিংবদন্তি অল রাউন্ডার সাকিব আল হাসান। দীপু দাস ও ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দুঃখিত সাকিব। ফেসবুকে পোস্ট করে এ ব্যাপারে নিজের উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

বড় দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আওয়ামি লিগের হয়ে নির্বাচনে জেতা মাগুরা লোকসভার প্রাক্তন সদস্য ফেসবুকে সরব হয়েছেন। ইয়ুনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তিনি লিখেছেন, 'শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি? ভালো থেকো, সুস্থ থেকো—আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম। সবাইকে বড় দিনের শুভেচ্ছা।' 

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর সাধারণ মানুষ তাঁর এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন। জাতীয় দল থেকে বাদ পড়তে হলেও, ফিরে আসার স্বপ্ন এখনও দেখেন তিনি। 

কী লিখেছেন শাকিব?

রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু,
টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু,
সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!
এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—
সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।
লক্ষ্মীপুরের শিশু আয়শা,
মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি!
ওরা কেউ রাজনীতি বোঝে না,
ধর্ম বোঝে না—
তবুও ওদের জীবন দিতে হয়েছে!
শিশুদের জন্য,
শিশুদের ভবিষ্যতের জন্য,
মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—
সর্বোপরি
শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?
ভালো থেকো, সুস্থ থেকো—
আগামী গড়বার কারিগর,
আমাদের আগামী প্রজন্ম।
সবাইকে বড় দিনের শুভেচ্ছা
 

TAGS:
POST A COMMENT
Advertisement