scorecardresearch
 

IPL Mega Auction 2022: 'ভগবানের বাজেট হয় না,' শার্দূলকে নিয়ে মজা সতীর্থদের, Video

লখনৌ সুপার জায়েন্টসের অধিনায়ক কেএল রাহুলকে শার্দূল জিজ্ঞাসা করেন, তাঁকে নিতে কত টাকা বাজেট ঠিক করেছে লখনৌয়ের ফ্র্যাঞ্চেইজি? মজা করে উত্তর দেন রাহুল। তিনি বলেন, 'বেস প্রাইসেই ভারেতের অল রাউন্ডারকে নিতে চায় লখনৌ সুপার জায়েন্টস।' এই সময়ই আড্ডায় যোগ দেওয়া আর এক ক্রিকেটার চাহাল বলেন, 'ভগবানের (ঠাকুর)-এর জন্য কোনও বাজেট হয় না।' তিন ক্রিকেটারের এই খুনশুটি ভাইরাল হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরে দল ব্যর্থ হলেও দারুণ পারফর্ম করেছেন শার্দূল। উইকেট যেমন পেয়েছেন তেমনই দরকারে ভাল ব্যাটও করেছেন এই অলরাউন্ডার। সেই কারণেই এবারের নিলামে তাঁকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে দশ দলের মধ্যে। মুম্বাইয়ের এই অলরাউন্ডারকে ইতিমধ্যেই ভারতীয় দলের সতীর্থরা 'লর্ড শার্দূল' বলে ডাকতে শুরু করে দিয়েছেন।

Advertisement
শার্দূল ঠাকুর শার্দূল ঠাকুর
হাইলাইটস
  • ১২ ও ১৩ ফেব্রুয়ারি মেগা নিলাম
  • শার্দূলকে নিয়ে দর কষাকষি হতে পারে

দুই সপ্তাহ পরেই শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের( IPL 2022) মেগা নিলাম। ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখে বেঙ্গালুরুতে বসবে নিলাম। ১০ দলের আইপিএল-এ এবার যোগ দিয়েছে আরও নতুন দুটি দল। 'লখনৌ সুপার জায়েন্টস' (Lucknow Super Giants) ও আমেদাবাদ। দুই দলই তাদের দলে যোগ দেওয়া মোট ছয় ক্রিকেটারের নাম জানিয়ে দিয়েছে। লখনৌ সুপার জায়েন্টস দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। দলে রয়েছেন মার্কাস স্টোইনিস ও রবি বিষ্নোই। অন্যদিকে আমেদাবাদ দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রশিদ খান ও শুভমন গিল। এই দলের অধিনায়ক হার্দিক। এবারের আইপিএল-এর নিলামে অনেক নামী ক্রিকেটার অংশ নিচ্ছেন। মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে এ মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে নিলামের আগেই নিজেদের মধ্যে খুনশুটি করতে দেখা গেল শার্দূল ঠাকুর (Shardul Thakur), কেএল রাহুল ও যজুবেন্দ্র চাহালকে। 

লখনৌ সুপার জায়েন্টসের অধিনায়ক কেএল রাহুলকে শার্দূল জিজ্ঞাসা করেন, তাঁকে নিতে কত টাকা বাজেট ঠিক করেছে লখনৌয়ের ফ্র্যাঞ্চেইজি? মজা করে উত্তর দেন রাহুল। তিনি বলেন, 'বেস প্রাইসেই ভারেতের অল রাউন্ডারকে নিতে চায় লখনৌ সুপার জায়েন্টস।' এই সময়ই আড্ডায় যোগ দেওয়া আর এক ক্রিকেটার চাহাল বলেন, 'ভগবানের (ঠাকুর)-এর জন্য কোনও বাজেট হয় না।' তিন ক্রিকেটারের এই খুনশুটি ভাইরাল হচ্ছে।  

দক্ষিণ আফ্রিকা সফরে দল ব্যর্থ হলেও দারুণ পারফর্ম করেছেন শার্দূল। উইকেট যেমন পেয়েছেন তেমনই দরকারে ভাল ব্যাটও করেছেন এই অলরাউন্ডার। সেই কারণেই এবারের নিলামে তাঁকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে দশ দলের মধ্যে। মুম্বাইয়ের এই অলরাউন্ডারকে ইতিমধ্যেই ভারতীয় দলের সতীর্থরা 'লর্ড শার্দূল' বলে ডাকতে শুরু করে দিয়েছেন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cricket bloggers (@_cricblog_)

Advertisement

 

আরও পড়ুন: চেন্নাই পৌঁছে গেলেন ধোনি, থাকবেন কি নিলামে?

আরও পড়ুন: হিটম্যানের সঙ্গী গব্বর, কারা থাকলেন, কারা গেলেন?

শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শার্দূলকে নিজেদের দলে নিতে ঝাঁপাবে। গত মরশুমেও শার্দূল মহেন্দ্র সিং ধোনির দলেই ছিলেন। ফের একবার হলুদ জার্সিতে দেখা যেতে পারে ভারতের এই অলরাউন্ডারকে। ২০২১ মরশুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা নিয়েছিলেন শার্দূল।    

Advertisement