Shikhar Dhawan Emotional Post: জন্মদিনেও দেখা হল না ছেলের সঙ্গে, জোরাভারের আবেগঘন বার্তা ধাওয়ানের

স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের (Aesha Mukerji) সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে জোরাওয়ারের সঙ্গে দেখাই হয়নি শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। ২৬ ডিসেম্বর জোরাওয়ারের জন্মদিনে তাই আবেগঘন পোস্ট করলেন ওপেনার। ইনস্টাগ্রাম পোস্টে ছেলের সঙ্গে ভিডিও কলের ছবি পোস্ট করেন ধাওয়ান।

Advertisement
জন্মদিনেও দেখা হল না ছেলের সঙ্গে, জোরাভারের আবেগঘন বার্তা ধাওয়ানের
হাইলাইটস
  • আবেগঘন পোস্ট ধাওয়ানের
  • ছেলের জন্মদিনেও দেখা করতে পারলেন না ধাওয়ান

স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের (Aesha Mukerji) সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে জোরাওয়ারের সঙ্গে দেখাই হয়নি শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। ২৬ ডিসেম্বর জোরাওয়ারের জন্মদিনে তাই আবেগঘন পোস্ট করলেন ওপেনার। ইনস্টাগ্রাম পোস্টে ছেলের সঙ্গে ভিডিও কলের ছবি পোস্ট করেন ধাওয়ান।

ইনস্টাগ্রামে ধাওয়ান লেখেন, ' এক বছর হয়ে গেল তোমাকে দেখিনি। প্রায় তিন মাস ধরে সব জায়গায় আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাই তিন মাস আগে শেষ বার তোমার সঙ্গে কথা বলার ছবিই শেয়ার করলাম। শুভ জন্মদিন।' ধাওয়ান আরও বলেছেন, দেখতে না পারলেও ছেলের সঙ্গে টেলিপ্যাথির যোগ রয়েছে। তিনি লেখেন, 'তোমার সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না। কিন্তু আমাদের টেলিপ্যাথির যোগ রয়েছে। তোমাকে নিয়ে গর্বিত। আমি জানি তুমি খুব ভাল আছ।'

জন্মদিনের বার্তায় ছেলেকে আশীর্বাদ করেছেন ধাওয়ান। ভারতীয় ব্যাটার লেখেন, 'বাবা সব সময় তোমাকে মিস করে। ভগবানের আশীর্বাদ রয়েছে। আশা করি আমাদের আবার দেখা হবে। সেই দিনের অপেক্ষাতেই রয়েছি। প্রার্থনা করি তুমি নম্র, ভদ্র, ধৈর্যশীল এবং একই সঙ্গে শক্তিশালী হও। তোমার সঙ্গে দেখা না হলেও তোমাকে রোজ মেসেজ করি। তুমি ভাল আছ কি না সেই খোঁজখবর নিই। আমি কী করছি সেই কথাও জানাই। কিন্তু তুমি সে সব কিছুই দেখতে পাও না। তোমার বাবা তোমাকে খুব ভালবাসে।'

একটা সময় সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ ছিলেন ধাওয়ান। তবে ভারতীয় দল থেকে বাদ পড়ার পর আসতে আসতে পোস্ট কমতে থাকে তাঁর। ২০২২ সালে আয়েশার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ছেলে জোরাওয়ারের সঙ্গেও দেখা বন্ধ হয়ে যায় ধাওয়ানের। আদালতে আয়েশার বিরুদ্ধে অভিযোগও করেন ভারতীয় ক্রিকেটার। এখন জোরাভার থাকেন আয়েশার সঙ্গেই। তাই আর ধাওয়ানের সঙ্গে তাঁর ছেলের দেখা হয় না। ছেলের জন্মদিনে ধাওয়ানের এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  

Advertisement

POST A COMMENT
Advertisement