scorecardresearch
 

Shikhar Dhawan wife Ayesha Mukherjee: ৩ বছর পর ছেলের সঙ্গে দেখা শিখর ধাওয়ানের! আয়েশাকে কড়া নির্দেশ আদালতের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) চলছে। দলে নেই তিনি। ইয়বুও খব্রের শিরোনামে সেই শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তবে দারুণ কোনও ইনিংসের কারণে নয়, বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যারয়ের। চলছে তাদের বিবাহ বিচ্ছেদের মামলাও। এরই মধ্যো ফের একবার শিরোনামে উঠে এলেন তাঁরা। ঘটনার সূত্রপাত শিখর-আয়েশার ছেলে জোরাভার ধাওয়ানকে নিয়ে। ছেলের ওপর ধাওয়ানেরও অধিকার আছে বলে জানিয়ে দিল্লির পাতিয়ালা হাউস আদালত। 

Advertisement
ধাওয়ান আয়েশা ও তাঁদের পরিবার ধাওয়ান আয়েশা ও তাঁদের পরিবার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) চলছে। দলে নেই তিনি। ইয়বুও খব্রের শিরোনামে সেই শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তবে দারুণ কোনও ইনিংসের কারণে নয়, বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যারয়ের। চলছে তাদের বিবাহ বিচ্ছেদের মামলাও। এরই মধ্যো ফের একবার শিরোনামে উঠে এলেন তাঁরা। ঘটনার সূত্রপাত শিখর-আয়েশার ছেলে জোরাভার ধাওয়ানকে নিয়ে। ছেলের ওপর ধাওয়ানেরও অধিকার আছে বলে জানিয়ে দিল্লির পাতিয়ালা হাউস আদালত। 

সম্প্রতি শিখর ধাওয়ান পারিবারিক অনুষ্ঠানের জন্য তাঁর ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে চান। কিন্তু বেঁকে বসেন স্ত্রী আয়েশা। সেই বিষয়কে নিয়ে নয়া দিল্লির পাতিয়ালা হাউস আদালতে নতুন মামলা দায়ের করা হয়। এই নিয়ে পাতিয়ালা হাউস আদালতের বিচারক হরিশ কুমার বলেন, ‘শুধুমাত্র একজন মায়ের সন্তানের উপর অধিকার নেই। বাবারও রয়েছে।‘ এর পাশাপাশি দিল্লির এই আদালত ক্রিকেটার শিখর ধাওয়ানের ছেলেকে পারিবারিক অনুষ্ঠানের জন্য ভারতে নিয়ে আসার নির্দেশ দিয়েছে। 

দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন শিখর-আয়েশা। তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে।বিচ্ছেদের সঙ্গে সঙ্গে সন্তানের অধিকার নিয়েও মামলা দায়ের করা হয়েছে দুই পক্ষের তরফ থেকে। সম্প্রতি ধাওয়ান নিজের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন। সেখানে নিজের ছেলেকেও নিয়ে আসতে চান তিনি। তবে শিখরের প্রাক্তন স্ত্রী আয়েশা তাদের ছেলেকে আনতে আপত্তি জানান। যুক্তি দেন যে, সেই সময় যদি অনুষ্ঠানের জন্য ছেলেকে ভারতে আনা হয় তাহলে তাঁর স্কুলের পড়াশুনোর ব্যাঘাত ঘটবে। 


এরপর সেই কথা মাথায় রেখে অনুষ্ঠান ১ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয় শিখরের তরফ থেকে। তবে ফের বেকে বসেন শিখরের প্রাক্তন স্ত্রী। আর এই মামলার পরিপেক্ষিতে আদালত তার পর্যবেক্ষণ করে বলেন, ‘সন্তানের উপর একমাত্র মায়ের অধিকার রয়েছে এমনটা নয়। যদি আবেদনকারী সন্তানের জন্য খারাপ বাবা না হন। তা হলে কেন তিনি আবেদনকারীকে তাঁর নিজের সন্তানের সঙ্গে দেখা করা নিয়ে বিরোধিতা করছেন?’

Advertisement

Advertisement